Ajker Patrika

নির্বাচনে জিতেই মিরপুরে সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩: ২৩
নির্বাচনে জিতেই মিরপুরে সাকিব

বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। আঙুলের চোটে পড়ায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শেষ কয়েকটি ম্যাচও খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার। চোট ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও ছিলেন না তিনি। 

তবে গতকাল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেটে ফেরার লড়াই শুরু করেছেন সাকিব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিসিবির চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন তিনি। পরে কোচ নিয়ে স্টেডিয়ামের ইনডোরে শুরু করেছেন ব্যাটিং অনুশীলনও। 

বিকেল সোয়া ৩টার দিকে ইনডোরে আসেন সাকিব। কোচ নাজমুল আবেদীন ফাহিম, ট্রেনার বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন ছিলেন সেখানে। 

বিশ্বকাপ থেকে ফিরে সাকিব ব্যস্ত হয়ে যান নির্বাচনী প্রচারণায়। এটি চলে গতকাল ভোটের দিন পর্যন্ত। মাগুরা-১ আসন থেকে প্রায় দুই লাখ ভোটে বিজয়ী হওয়ার পর ভোর রাতে সাকিব ঢাকায় ফেরেন। দুপুরে আসেন মিরপুরে। 

 

অনুশীলন করছেন সাকিব আল হাসান। ছবি: ফাইল ছবি

১১ দিন পর শুরু হবে দেশের ক্রিকেটের ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। মাগুরায় নির্বাচনী প্রচারণার ফাঁকে ফিটনেসের কাজ শুরু করছিলেন। এবার ব্যাটে-বলের লড়াই শুরু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত