উমরান মালিক এখন ভারতীয় ক্রিকেটে গতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ২০২১ আইপিএলে গতির ঝড় তুলে সবার নজরে এসেছিলেন উমরান। কাশ্মীর থেকে উঠে আসা এই বোলারকে তখনই অনেকে নাম দিয়েছিলেন ‘কাশ্মীরি বুলেট’। সেই উমরান সবশেষ আইপিএলেও ২২ গজে গতির ঝড় তুলেছিলেন। তাঁর খেলা ১৪ ম্যাচের প্রতিটিতেই সর্বোচ্চ গতির বলটি বেরিয়েছে তাঁর হাত থেকে।
আইপিএলে উমরান শুধু গতির ঝড়ই তোলেননি, উইকেটও পেয়েছিলেন ২২টি। দারুণ এক মৌসুম কাটানোর পর এবার জানালেন নিজের লক্ষ্যের কথা। আইপিএল ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গতির (ঘণ্টায় ১৫৭ কিমি) বলটি করেছিলেন উমরান। তবে ফাইনালে গুজরাট টাইটান্সের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৭.৩ গতি তুলে টপকে গিয়েছিলেন উমরানকে। কিন্তু উমরান টপকাতে চান শোয়েব আকতারকে। ভাঙতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সর্বোচ্চ গতির দ্রুততম ডেলভেরির রেকর্ড।
এক সাক্ষাৎকারে উমরান জানান, ভবিষ্যতে তিনি শোয়েব আকতারের দ্রুততম বলের রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। ২২ বছর বয়সী এই পেসার বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমি নিজের সেরাটা দেব এবং আশা করি রেকর্ডটাও ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন ফিটনেস। আশা করছি আমি নিজের ফিটনেস বজায় রাখতে পারব।’
তবে আপাতত ভারতীয় দলের হয়ে করতে চান দারুণ কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই তাঁর অভিষেক ঘটতে পারে। এই মুহূর্তে ভারতকে এই সিরিজ জেতানোই একমাত্র লক্ষ্য বলে জানান উমরান, ‘আমার লক্ষ্যটা এখন রেকর্ড ভাঙার দিকে নেই। আমি দ্রুত গতিতে, ভালো বল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে সব কটি ম্যাচ জেতাতে চাই। বর্তমানে আমার শরীর ও শক্তি ধরে রাখাই লক্ষ্য।’
উমরান মালিক এখন ভারতীয় ক্রিকেটে গতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ২০২১ আইপিএলে গতির ঝড় তুলে সবার নজরে এসেছিলেন উমরান। কাশ্মীর থেকে উঠে আসা এই বোলারকে তখনই অনেকে নাম দিয়েছিলেন ‘কাশ্মীরি বুলেট’। সেই উমরান সবশেষ আইপিএলেও ২২ গজে গতির ঝড় তুলেছিলেন। তাঁর খেলা ১৪ ম্যাচের প্রতিটিতেই সর্বোচ্চ গতির বলটি বেরিয়েছে তাঁর হাত থেকে।
আইপিএলে উমরান শুধু গতির ঝড়ই তোলেননি, উইকেটও পেয়েছিলেন ২২টি। দারুণ এক মৌসুম কাটানোর পর এবার জানালেন নিজের লক্ষ্যের কথা। আইপিএল ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গতির (ঘণ্টায় ১৫৭ কিমি) বলটি করেছিলেন উমরান। তবে ফাইনালে গুজরাট টাইটান্সের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৭.৩ গতি তুলে টপকে গিয়েছিলেন উমরানকে। কিন্তু উমরান টপকাতে চান শোয়েব আকতারকে। ভাঙতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সর্বোচ্চ গতির দ্রুততম ডেলভেরির রেকর্ড।
এক সাক্ষাৎকারে উমরান জানান, ভবিষ্যতে তিনি শোয়েব আকতারের দ্রুততম বলের রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। ২২ বছর বয়সী এই পেসার বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমি নিজের সেরাটা দেব এবং আশা করি রেকর্ডটাও ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন ফিটনেস। আশা করছি আমি নিজের ফিটনেস বজায় রাখতে পারব।’
তবে আপাতত ভারতীয় দলের হয়ে করতে চান দারুণ কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই তাঁর অভিষেক ঘটতে পারে। এই মুহূর্তে ভারতকে এই সিরিজ জেতানোই একমাত্র লক্ষ্য বলে জানান উমরান, ‘আমার লক্ষ্যটা এখন রেকর্ড ভাঙার দিকে নেই। আমি দ্রুত গতিতে, ভালো বল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে সব কটি ম্যাচ জেতাতে চাই। বর্তমানে আমার শরীর ও শক্তি ধরে রাখাই লক্ষ্য।’
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৪ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৪ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৫ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৬ ঘণ্টা আগে