Ajker Patrika

শোয়েব আকতারের রেকর্ড ভাঙতে চান ‘কাশ্মীরি বুলেট’ উমরান

আপডেট : ০৫ জুন ২০২২, ১৫: ৫৯
শোয়েব আকতারের রেকর্ড ভাঙতে চান ‘কাশ্মীরি বুলেট’ উমরান

উমরান মালিক এখন ভারতীয় ক্রিকেটে গতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ২০২১ আইপিএলে গতির ঝড় তুলে সবার নজরে এসেছিলেন উমরান। কাশ্মীর থেকে উঠে আসা এই বোলারকে তখনই অনেকে নাম দিয়েছিলেন ‘কাশ্মীরি বুলেট’। সেই উমরান সবশেষ আইপিএলেও ২২ গজে গতির ঝড় তুলেছিলেন। তাঁর খেলা ১৪ ম্যাচের প্রতিটিতেই সর্বোচ্চ গতির বলটি বেরিয়েছে তাঁর হাত থেকে। 

আইপিএলে উমরান শুধু গতির ঝড়ই তোলেননি, উইকেটও পেয়েছিলেন ২২টি। দারুণ এক মৌসুম কাটানোর পর এবার জানালেন নিজের লক্ষ্যের কথা। আইপিএল ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গতির (ঘণ্টায় ১৫৭ কিমি) বলটি করেছিলেন উমরান। তবে ফাইনালে গুজরাট টাইটান্সের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৭.৩ গতি তুলে টপকে গিয়েছিলেন উমরানকে। কিন্তু উমরান টপকাতে চান শোয়েব আকতারকে। ভাঙতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সর্বোচ্চ গতির দ্রুততম ডেলভেরির রেকর্ড। 

এক সাক্ষাৎকারে উমরান জানান, ভবিষ্যতে তিনি শোয়েব আকতারের দ্রুততম বলের রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। ২২ বছর বয়সী এই পেসার বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমি নিজের সেরাটা দেব এবং আশা করি রেকর্ডটাও ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন ফিটনেস। আশা করছি আমি নিজের ফিটনেস বজায় রাখতে পারব।’ 

তবে আপাতত ভারতীয় দলের হয়ে করতে চান দারুণ কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি  সিরিজেই তাঁর অভিষেক ঘটতে পারে। এই মুহূর্তে  ভারতকে এই সিরিজ জেতানোই একমাত্র লক্ষ্য বলে জানান উমরান, ‘আমার লক্ষ্যটা এখন  রেকর্ড ভাঙার দিকে নেই। আমি দ্রুত গতিতে, ভালো বল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে সব কটি ম্যাচ জেতাতে চাই। বর্তমানে আমার শরীর ও শক্তি ধরে রাখাই লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত