Ajker Patrika

এবার হোয়াটমোর থাকছেন বিপিএলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১: ১২
এবার হোয়াটমোর থাকছেন বিপিএলে

ফরচুন বরিশালের সঙ্গে এবার নেই গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করা সাকিব আল হাসান ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের টুর্নামেন্টে দলটির প্রধান কোচ হিসেবে আছেন মিজানুর রহমান বাবুল।

স্থানীয় কোচ বাবুলের সঙ্গে পরামর্শক হিসেবে থাকছেন বাংলাদেশ দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। বিপিএলে অবশ্য এবারই প্রথম নন হোয়াটমোর। এর আগে ২০১৬ সালেও বরিশাল বুলসের কোচ ছিলেন তিনি। তবে ২০২৪ বিপিএলে বরিশালের অধিনায়কত্ব কে করবেন, সেটি এখনো স্পষ্ট করেনি ফ্র্যাঞ্চাইজি। মেহেদী হাসান মিরাজকে নেতৃত্বভার দেওয়া হবে বলেই গুঞ্জন রয়েছে।

এর আগে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন এই হোয়াটমোর। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়ে আলোচনায় আসা এই কোচ ছিলেন অস্ট্রেলিয়া, পাকিস্তান, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর ও নেপাল ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও। সর্বশেষ ২০২০-২১ পর্যন্ত নেপালের সঙ্গেই কাজ করেছেন। 

কয়েক দিন পরই শুরু হচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তুতি। রংপুর রাইডার্সের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ৯ জানুয়ারি থেকে অনুশীলন করবে তারা। সিলেট স্ট্রাইকার্সের একটি সূত্র জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে শুরু করবে তারাও।

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে শুরু হলেও ১৫-১৬ জানুয়ারির দিকে বিদেশি খেলোয়াড়েরা আসবেন বিপিএল খেলতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত