নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ হলেও এই ম্যাচে আসল জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের আজকের ম্যাচের বোলিং ফিগার– ৪–০–৯–০। উইকেট না পেলেও তাঁর দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাব ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে।
শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। হাতে তখন ৬ উইকেট। ১৯তম ওভারে বোলিং করতে আসেন মোস্তাফিজ। এই ওভারে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন তিনি। দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান ও অ্যালেক্স ক্যারি মিলে মোস্তাফিজের এই ওভার থেকে নিতে পারেন মাত্র ১ রান। পাঁচ বল ডট দেন অ্যালেক্স ক্যারি। পুরো ম্যাচেই মোস্তাফিজের বলে রান করতে এমন খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
এর আগে অবশ্য ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকেই হেলে ছিল। শেষ চার ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৮ রান। ১৭তম ওভারে এসে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ। এই ওভারে দেন মাত্র ৪ রান। গত কদিনে অস্ট্রেলিয়ানদের বেশ প্রশংসাই পেয়েছেন মোস্তাফিজ। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমেও তাঁকে নিয়ে মাতামাতি। আজ যেন সব ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। ২৪ বলের ১৫টিই ডট দিয়েছেন। উইকেট ছাড়া এই ম্যাচ জয়ে সবকিছুই করেছেন মোস্তাফিজ।
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছার পর ওয়েডদের চিন্তার বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশের স্পিন। কিন্তু দ্বিতীয় ম্যাচের পর অজিদের মাথা ব্যথার আসল কারণ হয়ে ওঠেন মোস্তাফিজই। প্রথম দুই ম্যাচে ৪৮ বলের মধ্যে ৪৬টাই স্লোয়ার দেওয়া মোস্তাফিজকে নিয়ে তাই গত কদিন বেশি কথা বলেছে অস্ট্রেলিয়ানরা। কিন্তু মোস্তাফিজ রহস্যের কোনো সমাধান যে তারা করতে পারেনি সেটি আজকের ম্যাচে আরেকবার প্রমাণ হলো। ম্যাচ শেষে মোস্তফিজকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘মোস্তাফিজ আরও একবার দুর্দান্ত বল করেছে। আজ সে আরও দুর্দান্ত ছিল।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ হলেও এই ম্যাচে আসল জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের আজকের ম্যাচের বোলিং ফিগার– ৪–০–৯–০। উইকেট না পেলেও তাঁর দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাব ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে।
শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। হাতে তখন ৬ উইকেট। ১৯তম ওভারে বোলিং করতে আসেন মোস্তাফিজ। এই ওভারে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন তিনি। দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান ও অ্যালেক্স ক্যারি মিলে মোস্তাফিজের এই ওভার থেকে নিতে পারেন মাত্র ১ রান। পাঁচ বল ডট দেন অ্যালেক্স ক্যারি। পুরো ম্যাচেই মোস্তাফিজের বলে রান করতে এমন খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
এর আগে অবশ্য ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকেই হেলে ছিল। শেষ চার ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৮ রান। ১৭তম ওভারে এসে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ। এই ওভারে দেন মাত্র ৪ রান। গত কদিনে অস্ট্রেলিয়ানদের বেশ প্রশংসাই পেয়েছেন মোস্তাফিজ। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমেও তাঁকে নিয়ে মাতামাতি। আজ যেন সব ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। ২৪ বলের ১৫টিই ডট দিয়েছেন। উইকেট ছাড়া এই ম্যাচ জয়ে সবকিছুই করেছেন মোস্তাফিজ।
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছার পর ওয়েডদের চিন্তার বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশের স্পিন। কিন্তু দ্বিতীয় ম্যাচের পর অজিদের মাথা ব্যথার আসল কারণ হয়ে ওঠেন মোস্তাফিজই। প্রথম দুই ম্যাচে ৪৮ বলের মধ্যে ৪৬টাই স্লোয়ার দেওয়া মোস্তাফিজকে নিয়ে তাই গত কদিন বেশি কথা বলেছে অস্ট্রেলিয়ানরা। কিন্তু মোস্তাফিজ রহস্যের কোনো সমাধান যে তারা করতে পারেনি সেটি আজকের ম্যাচে আরেকবার প্রমাণ হলো। ম্যাচ শেষে মোস্তফিজকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘মোস্তাফিজ আরও একবার দুর্দান্ত বল করেছে। আজ সে আরও দুর্দান্ত ছিল।’
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৩ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে