Ajker Patrika

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেও রানে ফেরা হলো না লিটনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২০: ১৮
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেও রানে ফেরা হলো না লিটনের

সীমিত ওভারের ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতেই পারছেন না লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া লিগ—কোথাও তাঁর ব্যাট হাসছেই না। শুধু লিটনই নন, ঘরোয়া ক্রিকেটে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তামিম ইকবালও। 

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে বাংলাদেশ এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে। এই সময়ে তিনি ডাক মেরেছেন ৩ টি। যার মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ডাক মেরেছেন গত পরশু শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ফলশ্রুতিতে বাদ পড়েছেন ওয়ানডের দল থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ লিটন এবার খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের হয়ে। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন ঘরোয়া ক্রিকেটেও। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৯ বলে করেছেন ৫ রান। 

ডিপিএলে তামিম খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। জ্যামের কারণে পৌঁছাতে দেরী হওয়ায় গত ম্যাচে খেলতে পারেননি ওপেনার হিসেবে, অধিনায়কত্বও হারাতে হয়েছিল। তবে বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে আজ তামিম ওপেনার ও অধিনায়ক দুটোই ছিলেন। এই ম্যাচে তিনি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। ১১ বলে করেছেন ৬ রান।

ডিপিএলে এখনো পর্যন্ত তিন ম্যাচ মিলে ৫২ বলে করেন ৩৯ রান। সব মিলে খেলেছেন ৭০ মিনিট। তার মানে টপ অর্ডারে ব্যাটিং করলেও তিনি গড়ে ২৪ মিনিট খেলতে পারছেন না। 

টানা দুই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। সিটি ক্লাবের বিপক্ষে করেছেন ১১৪ বলে করেন ১০০ রানতামিম না পারলেও দারুণ ছন্দে আছেন তারই সতীর্থ পারভেজ হোসেন ইমন। টানা দুই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমন। সিটি ক্লাবের বিপক্ষে আজ ১১৪ বলে ৫ চার ও ৫ ছক্কায় করেছেন ১০০ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ৫০ ওভার ব্যাটিংয়ে করেছে ৮ উইকেটে ৩০৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রান তাড়া করতে নেমে সিটি ক্লাবের স্কোর ৩৯.৪ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান।

অন্যদিকে লিটনের ব্যর্থতার দিন সহজ জয় পেয়েছে আবাহনী। আবাহনীর বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪২.৪ ওভারে অলআউট হয়েছে ১৬৯ রানে। রান তাড়া করতে নেমে ৯৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে আবাহনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত