নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপনযুগ শেষ হয়েছে গত পরশু। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার দিশারি মনে করছেন ক্রিকেটার, সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
ফারুক আহমেদকে নিয়ে দারুণ আশাবাদী হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি নীতির প্রশ্নে খুব সৎ। ক্রিকেটের ভেতর-বাহির জানেন। আশা করি তিনি সবাইকে স্বাধীনতা দেবেন কাজ করার।’
তাসকিন আহমেদ মনে করেন, তাঁদের চাওয়া-পাওয়া পূরণ করবেন ফারুক। জাতীয় দলের ফাস্ট বোলার বলেন, ‘ফারুক ভাই দারুণ একজন মানুষ। তিনি এখন আমাদের সভাপতি। আমাদের জন্য যা ভালো তা-ই তিনি করবেন। আমাদের চাওয়াগুলো বুঝবেন।’ আরেক পেসার রুবেল হোসেন বলেন, ‘ফারুক ভাইকে নিয়ে আমরা খুব আশাবাদী। তিনি দেশের ক্রিকেটকে ঢেলে সাজাবেন, শৃঙ্খলা ফেরাবেন। জাতীয় দলের অনেক ক্রিকেটার ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ পায়নি। আশা করি এই বিষয়গুলোয় তিনি নজর রাখবেন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও আশাবাদী ফারুককে নিয়ে। গতকাল যুক্তরাজ্য থেকে ফোনে তিনি বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে একসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। তিনি বোর্ডে দুই মেয়াদে কাজ করেছেন। প্রত্যাশা থাকবে আগের বোর্ড সভাপতির মতো যেন ভুল কিংবা অন্যায়কে প্রশ্রয় না দেন।’
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি বলেন, ‘তিনি ক্রিকেটের সবকিছু জানেন। বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনে নিতে পারবেন। তাঁকে সময় দিতে হবে। তিনি এখন হয়তো এক বছরের মতো সময় পাবেন কাজ করার। এই এক বছর খুব কম সময় ক্রিকেটে সংস্কার করা। তাঁকে আরও সময় দিতে হবে। তিনি যদি সামনে সভাপতি নির্বাচিত হতে পারেন, তাহলে সময় নিয়ে দেশের ক্রিকেটকে ভালো পথে নিতে পারবেন।’
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘ফারুক ভাই বোর্ডের সঙ্গে আগে কাজ করেছেন। পাপনের যুগে বোর্ডে ব্যাপক অনিয়ম ও অর্থ লোপাট হয়েছে। এগুলোর লাগাম তিনি টানতে পারবেন। বোর্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। তিনি ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁর কাজে স্বচ্ছতা থাকবে আশা করি।’
দেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপনযুগ শেষ হয়েছে গত পরশু। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার দিশারি মনে করছেন ক্রিকেটার, সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
ফারুক আহমেদকে নিয়ে দারুণ আশাবাদী হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি নীতির প্রশ্নে খুব সৎ। ক্রিকেটের ভেতর-বাহির জানেন। আশা করি তিনি সবাইকে স্বাধীনতা দেবেন কাজ করার।’
তাসকিন আহমেদ মনে করেন, তাঁদের চাওয়া-পাওয়া পূরণ করবেন ফারুক। জাতীয় দলের ফাস্ট বোলার বলেন, ‘ফারুক ভাই দারুণ একজন মানুষ। তিনি এখন আমাদের সভাপতি। আমাদের জন্য যা ভালো তা-ই তিনি করবেন। আমাদের চাওয়াগুলো বুঝবেন।’ আরেক পেসার রুবেল হোসেন বলেন, ‘ফারুক ভাইকে নিয়ে আমরা খুব আশাবাদী। তিনি দেশের ক্রিকেটকে ঢেলে সাজাবেন, শৃঙ্খলা ফেরাবেন। জাতীয় দলের অনেক ক্রিকেটার ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ পায়নি। আশা করি এই বিষয়গুলোয় তিনি নজর রাখবেন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও আশাবাদী ফারুককে নিয়ে। গতকাল যুক্তরাজ্য থেকে ফোনে তিনি বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে একসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। তিনি বোর্ডে দুই মেয়াদে কাজ করেছেন। প্রত্যাশা থাকবে আগের বোর্ড সভাপতির মতো যেন ভুল কিংবা অন্যায়কে প্রশ্রয় না দেন।’
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি বলেন, ‘তিনি ক্রিকেটের সবকিছু জানেন। বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনে নিতে পারবেন। তাঁকে সময় দিতে হবে। তিনি এখন হয়তো এক বছরের মতো সময় পাবেন কাজ করার। এই এক বছর খুব কম সময় ক্রিকেটে সংস্কার করা। তাঁকে আরও সময় দিতে হবে। তিনি যদি সামনে সভাপতি নির্বাচিত হতে পারেন, তাহলে সময় নিয়ে দেশের ক্রিকেটকে ভালো পথে নিতে পারবেন।’
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘ফারুক ভাই বোর্ডের সঙ্গে আগে কাজ করেছেন। পাপনের যুগে বোর্ডে ব্যাপক অনিয়ম ও অর্থ লোপাট হয়েছে। এগুলোর লাগাম তিনি টানতে পারবেন। বোর্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। তিনি ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁর কাজে স্বচ্ছতা থাকবে আশা করি।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে