বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পরশু। তবে এখনো ওয়ানডে সিরিজের ভেন্যু চেমসফোর্ডের সঙ্গে বাংলাদেশ দলের পরিচিত হওয়া হয়নি। আজ সংবাদ সম্মেলনে মূল মাঠে বাংলাদেশের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ার ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল।
১ মে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যায় বাংলাদেশ ক্রিকেট দলের এক বহর। আর গত শুক্রবার ক্যামব্রিজের ফার্নার্স স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচ। তবে ম্যাচ তো দূরে থাক, টসই হতে দিল না বৃষ্টি। বাংলাদেশ দল এই কদিন অনুশীলন করেছে ক্যামব্রিজের লেইস স্কুল মাঠে। প্রথম ওয়ানডের আগের দিন চেমসফোর্ডে শেষ অনুশীলন সেশন করবে বাংলাদেশ। কারণ, চেমসফোর্ডে আজ শেষ হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের এসেক্স-সারে ম্যাচ। সংবাদ সম্মেলনে আজ তামিমের কথাতেও এসেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের প্রসঙ্গ, ‘আমরা যদি সেখানে সব সেশনে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদের দেওয়া হয়নি, কারণ সেখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো অধিনায়ক বা আমাদের কোনো খেলোয়াড়ের নিয়ন্ত্রণে নাই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হবে, ওটাই আমাদের সহায়তা করবে।’
বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় পরশু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। ১২ ও ১৪ মে হবে বাকি দুই ওয়ানডে। সব কটি ম্যাচই হবে চেমসফোর্ডে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পরশু। তবে এখনো ওয়ানডে সিরিজের ভেন্যু চেমসফোর্ডের সঙ্গে বাংলাদেশ দলের পরিচিত হওয়া হয়নি। আজ সংবাদ সম্মেলনে মূল মাঠে বাংলাদেশের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ার ব্যাখ্যা দিলেন তামিম ইকবাল।
১ মে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যায় বাংলাদেশ ক্রিকেট দলের এক বহর। আর গত শুক্রবার ক্যামব্রিজের ফার্নার্স স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচ। তবে ম্যাচ তো দূরে থাক, টসই হতে দিল না বৃষ্টি। বাংলাদেশ দল এই কদিন অনুশীলন করেছে ক্যামব্রিজের লেইস স্কুল মাঠে। প্রথম ওয়ানডের আগের দিন চেমসফোর্ডে শেষ অনুশীলন সেশন করবে বাংলাদেশ। কারণ, চেমসফোর্ডে আজ শেষ হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের এসেক্স-সারে ম্যাচ। সংবাদ সম্মেলনে আজ তামিমের কথাতেও এসেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের প্রসঙ্গ, ‘আমরা যদি সেখানে সব সেশনে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদের দেওয়া হয়নি, কারণ সেখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো অধিনায়ক বা আমাদের কোনো খেলোয়াড়ের নিয়ন্ত্রণে নাই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হবে, ওটাই আমাদের সহায়তা করবে।’
বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় পরশু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। ১২ ও ১৪ মে হবে বাকি দুই ওয়ানডে। সব কটি ম্যাচই হবে চেমসফোর্ডে।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে