নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান আউট হলে উদ্যাপনে মাতলেন তামিম ইকবাল। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বরিশালের সমর্থকেরাও ফরচুন বরিশালের অধিনায়কের উদ্যাপনের সঙ্গে তাল মেলালেন। সেটাই যেন প্রথম ইনিংসের সবচেয়ে উত্তেজনার দৃশ্য।
সাকিবের আউট দিয়ে রংপুর রাইডার্সের টপ অর্ডারের পতনের শেষ হয় ১৫ রানে। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ ইমরানের বলে বোল্ড হন ওপেনার ব্রেন্ডন কিং (০)। দ্বিতীয় ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে আরেক ওপেনার রনি তালুকদার (৫) ও সাকিব (২) ফেরান পেসার খালেদ আহমেদ।
শুরুর ধসেই স্কোর বড় করার সুযোগ হারায় রংপুর। বল হাতে তোপ দাগানো বোলিংয়ে এক খালেদই নিয়েছেন ৪ উইকেট। যার কল্যাণে ১৩৪ রানে রংপুরকে থামিয়ে দেয় বরিশাল।
ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম। মিরপুরে শুরুতেই সমর্থকদের উল্লাসে মাতান ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান। ইনিংসের প্রথম বলেই বোল্ড করেন ব্রেন্ডন কিংকে। ইয়র্কারে পরাস্ত হন কিং।
পরের ওভারে এসে খালেদ বিদায় করেন আরেক ওপেনার রনি ও সাকিবকে। গত ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফিরে হাসেনি সাকিবের ব্যাট। খালেদ দারুণ এক ডেলিভারিতে স্টাম্পের লালবাতি জ্বলে সাকিবের।
বরিশালের লঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগে বিপিএলে নিজের প্রথম ওভার করতে এসেই শিকার করেন আজমতউল্লাহ ওমরজাইয়ের উইকেট। ব্যক্তিগত ৬ রানে থাকা ওমরজাইকে ফেরাতে ভেল্লালাগে নেন ফিরতি ক্যাচ। ৫ ওভার শেষে রংপুরের রান হয় ৩১, উইকেটের সংখ্যা দাঁড়ায় চারে।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান দলের হাল ধরেন শামীম হোসেনকে সঙ্গে নিয়ে। এই জুটিতে চড়ে স্বস্তি ফিরে পায় রাইডার্স শিবির। এই জুটিতে ৩০ বলে রংপুরের স্কোরবোর্ডে যোগ হয় ৩৪ রান। শোয়েব মালিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে দিয়ে মুশফিকের গ্লাভসে ক্যাচ হন সোহান। প্যাভিলিয়নে ফেরার আগে রংপুরের অধিনায়ক খেলেন ২৩ রানের ইনিংস।
একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া রংপুর বড় আশা করেছিল মোহাম্মদ নবীর ব্যাট থেকে। তবে বাকিদের ব্যর্থতার দিনে নবীও হাঁটলেন একই পথে। নবীর ১২ বলের ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি, এক-দুই নিয়ে করেছেন ১০ রান। নিজের পরের ওভার করতে এসে মিরাজ এবার ফেরান শামীমকে। মিরাজকে শট খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে হারান স্টাম্প। ব্যক্তিগত ৩৪ রানে শামীম ফিরলে ৯৭ রানে সপ্তম উইকেট হারায় রংপুর রাইডার্স।
এরপর শেখ মেহেদীর ক্যামিওতে শত রান ছাড়িয়ে যায় রংপুরের সংগ্রহ। তবে মেহেদী অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারেননি। ২০ ওভারের প্রথম দুই বলে মেহেদী ও হাসান মাহমুদকে ফেরান খালেদ। আর তাতেই তাঁর ঝুলিতে যায় চতুর্থ উইকেট। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলা শেখ মেহেদী হাঁকান ৪ বাউন্ডারি ও ১ ছয়।
সাকিব আল হাসান আউট হলে উদ্যাপনে মাতলেন তামিম ইকবাল। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বরিশালের সমর্থকেরাও ফরচুন বরিশালের অধিনায়কের উদ্যাপনের সঙ্গে তাল মেলালেন। সেটাই যেন প্রথম ইনিংসের সবচেয়ে উত্তেজনার দৃশ্য।
সাকিবের আউট দিয়ে রংপুর রাইডার্সের টপ অর্ডারের পতনের শেষ হয় ১৫ রানে। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ ইমরানের বলে বোল্ড হন ওপেনার ব্রেন্ডন কিং (০)। দ্বিতীয় ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে আরেক ওপেনার রনি তালুকদার (৫) ও সাকিব (২) ফেরান পেসার খালেদ আহমেদ।
শুরুর ধসেই স্কোর বড় করার সুযোগ হারায় রংপুর। বল হাতে তোপ দাগানো বোলিংয়ে এক খালেদই নিয়েছেন ৪ উইকেট। যার কল্যাণে ১৩৪ রানে রংপুরকে থামিয়ে দেয় বরিশাল।
ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম। মিরপুরে শুরুতেই সমর্থকদের উল্লাসে মাতান ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান। ইনিংসের প্রথম বলেই বোল্ড করেন ব্রেন্ডন কিংকে। ইয়র্কারে পরাস্ত হন কিং।
পরের ওভারে এসে খালেদ বিদায় করেন আরেক ওপেনার রনি ও সাকিবকে। গত ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফিরে হাসেনি সাকিবের ব্যাট। খালেদ দারুণ এক ডেলিভারিতে স্টাম্পের লালবাতি জ্বলে সাকিবের।
বরিশালের লঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগে বিপিএলে নিজের প্রথম ওভার করতে এসেই শিকার করেন আজমতউল্লাহ ওমরজাইয়ের উইকেট। ব্যক্তিগত ৬ রানে থাকা ওমরজাইকে ফেরাতে ভেল্লালাগে নেন ফিরতি ক্যাচ। ৫ ওভার শেষে রংপুরের রান হয় ৩১, উইকেটের সংখ্যা দাঁড়ায় চারে।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান দলের হাল ধরেন শামীম হোসেনকে সঙ্গে নিয়ে। এই জুটিতে চড়ে স্বস্তি ফিরে পায় রাইডার্স শিবির। এই জুটিতে ৩০ বলে রংপুরের স্কোরবোর্ডে যোগ হয় ৩৪ রান। শোয়েব মালিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে দিয়ে মুশফিকের গ্লাভসে ক্যাচ হন সোহান। প্যাভিলিয়নে ফেরার আগে রংপুরের অধিনায়ক খেলেন ২৩ রানের ইনিংস।
একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া রংপুর বড় আশা করেছিল মোহাম্মদ নবীর ব্যাট থেকে। তবে বাকিদের ব্যর্থতার দিনে নবীও হাঁটলেন একই পথে। নবীর ১২ বলের ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি, এক-দুই নিয়ে করেছেন ১০ রান। নিজের পরের ওভার করতে এসে মিরাজ এবার ফেরান শামীমকে। মিরাজকে শট খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে হারান স্টাম্প। ব্যক্তিগত ৩৪ রানে শামীম ফিরলে ৯৭ রানে সপ্তম উইকেট হারায় রংপুর রাইডার্স।
এরপর শেখ মেহেদীর ক্যামিওতে শত রান ছাড়িয়ে যায় রংপুরের সংগ্রহ। তবে মেহেদী অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারেননি। ২০ ওভারের প্রথম দুই বলে মেহেদী ও হাসান মাহমুদকে ফেরান খালেদ। আর তাতেই তাঁর ঝুলিতে যায় চতুর্থ উইকেট। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলা শেখ মেহেদী হাঁকান ৪ বাউন্ডারি ও ১ ছয়।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১১ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
১১ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১৩ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১৪ ঘণ্টা আগে