ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার গল স্টেডিয়াম যেন মুশফিকুর রহিমের জন্য পয়মন্ত ভেন্যু। টেস্টে তাঁর তিন ডাবল সেঞ্চুরির একটি হয়েছে এই মাঠে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টেও রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। এমন সময় আইসিসির সুখবর পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।
গলে গতকাল প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ৩২৫ বল খেলেছেন মুশফিক। আজ দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৫৯ রান করেছেন তিনি। এই সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে মুশফিক এখন ৩৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৬৯।
বিপদে পড়া বাংলাদেশ গলে উদ্ধার হয়েছে মুশফিকের কল্যাণেই। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি গড়েছেন মুশফিক ও শান্ত। শান্তর পর লিটনের সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরি পার করেছেন মুশফিক। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন এরই মধ্যে ২০৫ বলে ১১৪ রানের জুটি গড়েছেন। মুশফিকের মতো লিটনও আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন লিটন। তাঁর রেটিং পয়েন্ট ৫৭১। সমান ৫৭১ রেটিং পয়েন্ট নিয়ে লিটনের সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের ব্যাটারও এগিয়েছেন এক ধাপ।
মুশফিক, লিটন, বেয়ারস্টো এক ধাপ করে এগিয়েছেন মূলত অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের অবনতিতে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন গ্রিন। লর্ডসে কদিন আগে শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে করেন ৪ রান। তবে দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। সমান ৫৫৪ রেটিং পয়েন্ট নিয়ে গ্রিনের সঙ্গে যৌথভাবে ৪০ নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেভিড বেডিংহাম। লর্ডসে প্রোটিয়াদের শিরোপা জয়ে অসাধারণ অবদান (৪৫ ও ২১*) রাখেন বেডিংহাম।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর বেডিংহামের মতো দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন এইডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭২৩। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আরেক প্রোটিয়া ক্রিকেটার কাইল ভেরেইনে এখন ২৪ নম্বরে। ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে জো রুট।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ২ ও ৭ নম্বরে অবস্থান করছেন দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। রাবাদা ও ইয়ানসেনের রেটিং পয়েন্ট ৮৬৮ ও ৭৮৩। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাবাদা নিয়েছেন ৯ উইকেট।
৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে কামিন্স টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন। তবে এক ধাপ করে পিছিয়েছেন তাঁর দুই সতীর্থ জশ হ্যাজলউড ও নাথান লায়ন। হ্যাজলউড ও লায়ন অবস্থান করছেন পাঁচ ও ছয় নম্বরে।
শ্রীলঙ্কার গল স্টেডিয়াম যেন মুশফিকুর রহিমের জন্য পয়মন্ত ভেন্যু। টেস্টে তাঁর তিন ডাবল সেঞ্চুরির একটি হয়েছে এই মাঠে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টেও রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। এমন সময় আইসিসির সুখবর পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।
গলে গতকাল প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ৩২৫ বল খেলেছেন মুশফিক। আজ দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৫৯ রান করেছেন তিনি। এই সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে মুশফিক এখন ৩৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৬৯।
বিপদে পড়া বাংলাদেশ গলে উদ্ধার হয়েছে মুশফিকের কল্যাণেই। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি গড়েছেন মুশফিক ও শান্ত। শান্তর পর লিটনের সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরি পার করেছেন মুশফিক। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন এরই মধ্যে ২০৫ বলে ১১৪ রানের জুটি গড়েছেন। মুশফিকের মতো লিটনও আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন লিটন। তাঁর রেটিং পয়েন্ট ৫৭১। সমান ৫৭১ রেটিং পয়েন্ট নিয়ে লিটনের সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের ব্যাটারও এগিয়েছেন এক ধাপ।
মুশফিক, লিটন, বেয়ারস্টো এক ধাপ করে এগিয়েছেন মূলত অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের অবনতিতে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন গ্রিন। লর্ডসে কদিন আগে শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে করেন ৪ রান। তবে দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। সমান ৫৫৪ রেটিং পয়েন্ট নিয়ে গ্রিনের সঙ্গে যৌথভাবে ৪০ নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেভিড বেডিংহাম। লর্ডসে প্রোটিয়াদের শিরোপা জয়ে অসাধারণ অবদান (৪৫ ও ২১*) রাখেন বেডিংহাম।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর বেডিংহামের মতো দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন এইডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭২৩। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আরেক প্রোটিয়া ক্রিকেটার কাইল ভেরেইনে এখন ২৪ নম্বরে। ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে জো রুট।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ২ ও ৭ নম্বরে অবস্থান করছেন দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। রাবাদা ও ইয়ানসেনের রেটিং পয়েন্ট ৮৬৮ ও ৭৮৩। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাবাদা নিয়েছেন ৯ উইকেট।
৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে কামিন্স টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন। তবে এক ধাপ করে পিছিয়েছেন তাঁর দুই সতীর্থ জশ হ্যাজলউড ও নাথান লায়ন। হ্যাজলউড ও লায়ন অবস্থান করছেন পাঁচ ও ছয় নম্বরে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
২ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৩ ঘণ্টা আগে