Ajker Patrika

অশ্বিনের কীর্তির দিনে ডাকেটের বাজবল 

অশ্বিনের কীর্তির দিনে ডাকেটের বাজবল 

প্রথম দুই টেস্টে সেভাবে আর ‘বাজবল’ দেখা গেলো কই! ইংল্যান্ডকে চমকে দিয়ে উল্টো ‘জয়সবল’ই খেলেছেন যশস্বী জয়সওয়াল। তবে রাজকোট টেস্টে কিছুটা হলেও বাজবলের দেখা মেলল দ্বিতীয় দিনে। ওপেনার বেন ডাকেট খেললেন হাত খুলে। ইনিংসের ২৬তম ওভারে চার মেরে ৮৮ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ে ইংলিশ ওপেনার বললেন, ‘কাম অন’। 

ডাকেটের ব্যাটেই ‘আরামসে’ দিন পার করেছে ইংল্যান্ড। ২ উইকেটে করেছে ২০৭ রান। সেটিও মাত্র ৩৫ ওভার খেলে! দিনের শেষ দিকে মোহাম্মদ সিরাজের বলে ওলি পোপ (৩৯) এলবিডব্লিউর ফাঁদে পা দেওয়াটা যা একটু কপাল কুঁচকে দিয়েছিল সফরকারীদের। তবে ডাকেট বাজবল খেলে যে নির্ভেজাল আনন্দ দিয়েছেন তাতে বেশ খুশিই বলা চলে ইংলিশরা। ১১৮ বলে ২১ চার ও ২ ছয়ে ১৩৩ রান করেছেন তিনি। আগামীকাল জো রুটকে (৯) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন ডাকেট। 

ইংল্যান্ড অবশ্য করেছে ২০২ রান। তাহলে বাকি পাঁচ রান কোথায় গেল! যায়নি। মূলত প্রথম ইনিংস শুরুর আগেই যোগ হয়েছে ইংল্যান্ডের স্কোরবোর্ডে। আজ সকালে ব্যাটিংয়ের সময় রবিচন্দ্রন অশ্বিন পিচের মাঝখানে বা সুরক্ষিত অঞ্চলে দৌড়ানোয় ভারতকে এই শাস্তি দেয় আম্পায়াররা। ক্রিকেটের আইনে ৪১.১১ ধারা অনুযায়ী, সুরক্ষিত অঞ্চলে দৌড়ালে শাস্তির বিধান রয়েছে। অনন্য এক কীর্তি গড়ার আগে অশ্বিন সেই ভুল করেছেন। সুরক্ষিত অঞ্চলে দৌড়ানোয় ১০২তম ওভারে ভারতের রান কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই রান না কেটে যোগ করা হয় ইংল্যান্ডের প্রথম ইনিংসে। 

কোনো বল না খেলার আগে ৫ রান নিয়েই দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুটা দুর্দান্তও হয়। ওপেনিং জুটিতে পেয়ে যায় ৮৯ রান। তবে ওপেনার জ্যাক ক্রলিকে (১৫) ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি নিজেও নতুন এক মাইলফলক গড়েন অশ্বিন। পেলেন ৫০০তম টেস্ট উইকেট। টেস্ট ইতিহাসের ৯ম ও অনিল কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। মুত্তিয়া মুরালিধরনের পরে দ্রুততম সময়ে ৫০০ টেস্ট পেলেন অশ্বিন। তাঁর লেগেছে ৯৮ ম্যাচ, মুরালির ৮৭। ভারতীয় বোলারদের মধ্যে ৫০ থেকে ৫০০ উইকেট—কেউ অশ্বিনের চেয়ে কম সময়ে নিতে পারেননি। 

কীর্তির আগে অবশ্য ব্যাটিংটাও দুর্দান্ত করেন অশ্বিন। আগেরদিনের অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা (১১২) ফেরার পর ভারতকে ৪০০-এর ঘরে পৌঁছে দেন অশ্বিন (৩৭) ও অভিষিক্ত উইকেটরক্ষক ধ্রুব জুরেল (৪৬)। ৫ উইকেটে ৩২৬ রানে দিন শুরু করে ভারত। তবে ৫ রান জমা হতেই আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার জাদেজা ও কুলদীপ যাদবকে হারায় স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজ থেকে ফিরে জসপ্রীত বুমরাহকে নিজের চতুর্থ শিকার বানান মার্ক উড, তাতেই ৪৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত