প্রথম দুই টেস্টে সেভাবে আর ‘বাজবল’ দেখা গেলো কই! ইংল্যান্ডকে চমকে দিয়ে উল্টো ‘জয়সবল’ই খেলেছেন যশস্বী জয়সওয়াল। তবে রাজকোট টেস্টে কিছুটা হলেও বাজবলের দেখা মেলল দ্বিতীয় দিনে। ওপেনার বেন ডাকেট খেললেন হাত খুলে। ইনিংসের ২৬তম ওভারে চার মেরে ৮৮ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ে ইংলিশ ওপেনার বললেন, ‘কাম অন’।
ডাকেটের ব্যাটেই ‘আরামসে’ দিন পার করেছে ইংল্যান্ড। ২ উইকেটে করেছে ২০৭ রান। সেটিও মাত্র ৩৫ ওভার খেলে! দিনের শেষ দিকে মোহাম্মদ সিরাজের বলে ওলি পোপ (৩৯) এলবিডব্লিউর ফাঁদে পা দেওয়াটা যা একটু কপাল কুঁচকে দিয়েছিল সফরকারীদের। তবে ডাকেট বাজবল খেলে যে নির্ভেজাল আনন্দ দিয়েছেন তাতে বেশ খুশিই বলা চলে ইংলিশরা। ১১৮ বলে ২১ চার ও ২ ছয়ে ১৩৩ রান করেছেন তিনি। আগামীকাল জো রুটকে (৯) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন ডাকেট।
ইংল্যান্ড অবশ্য করেছে ২০২ রান। তাহলে বাকি পাঁচ রান কোথায় গেল! যায়নি। মূলত প্রথম ইনিংস শুরুর আগেই যোগ হয়েছে ইংল্যান্ডের স্কোরবোর্ডে। আজ সকালে ব্যাটিংয়ের সময় রবিচন্দ্রন অশ্বিন পিচের মাঝখানে বা সুরক্ষিত অঞ্চলে দৌড়ানোয় ভারতকে এই শাস্তি দেয় আম্পায়াররা। ক্রিকেটের আইনে ৪১.১১ ধারা অনুযায়ী, সুরক্ষিত অঞ্চলে দৌড়ালে শাস্তির বিধান রয়েছে। অনন্য এক কীর্তি গড়ার আগে অশ্বিন সেই ভুল করেছেন। সুরক্ষিত অঞ্চলে দৌড়ানোয় ১০২তম ওভারে ভারতের রান কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই রান না কেটে যোগ করা হয় ইংল্যান্ডের প্রথম ইনিংসে।
কোনো বল না খেলার আগে ৫ রান নিয়েই দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুটা দুর্দান্তও হয়। ওপেনিং জুটিতে পেয়ে যায় ৮৯ রান। তবে ওপেনার জ্যাক ক্রলিকে (১৫) ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি নিজেও নতুন এক মাইলফলক গড়েন অশ্বিন। পেলেন ৫০০তম টেস্ট উইকেট। টেস্ট ইতিহাসের ৯ম ও অনিল কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। মুত্তিয়া মুরালিধরনের পরে দ্রুততম সময়ে ৫০০ টেস্ট পেলেন অশ্বিন। তাঁর লেগেছে ৯৮ ম্যাচ, মুরালির ৮৭। ভারতীয় বোলারদের মধ্যে ৫০ থেকে ৫০০ উইকেট—কেউ অশ্বিনের চেয়ে কম সময়ে নিতে পারেননি।
কীর্তির আগে অবশ্য ব্যাটিংটাও দুর্দান্ত করেন অশ্বিন। আগেরদিনের অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা (১১২) ফেরার পর ভারতকে ৪০০-এর ঘরে পৌঁছে দেন অশ্বিন (৩৭) ও অভিষিক্ত উইকেটরক্ষক ধ্রুব জুরেল (৪৬)। ৫ উইকেটে ৩২৬ রানে দিন শুরু করে ভারত। তবে ৫ রান জমা হতেই আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার জাদেজা ও কুলদীপ যাদবকে হারায় স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজ থেকে ফিরে জসপ্রীত বুমরাহকে নিজের চতুর্থ শিকার বানান মার্ক উড, তাতেই ৪৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস।
প্রথম দুই টেস্টে সেভাবে আর ‘বাজবল’ দেখা গেলো কই! ইংল্যান্ডকে চমকে দিয়ে উল্টো ‘জয়সবল’ই খেলেছেন যশস্বী জয়সওয়াল। তবে রাজকোট টেস্টে কিছুটা হলেও বাজবলের দেখা মেলল দ্বিতীয় দিনে। ওপেনার বেন ডাকেট খেললেন হাত খুলে। ইনিংসের ২৬তম ওভারে চার মেরে ৮৮ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ে ইংলিশ ওপেনার বললেন, ‘কাম অন’।
ডাকেটের ব্যাটেই ‘আরামসে’ দিন পার করেছে ইংল্যান্ড। ২ উইকেটে করেছে ২০৭ রান। সেটিও মাত্র ৩৫ ওভার খেলে! দিনের শেষ দিকে মোহাম্মদ সিরাজের বলে ওলি পোপ (৩৯) এলবিডব্লিউর ফাঁদে পা দেওয়াটা যা একটু কপাল কুঁচকে দিয়েছিল সফরকারীদের। তবে ডাকেট বাজবল খেলে যে নির্ভেজাল আনন্দ দিয়েছেন তাতে বেশ খুশিই বলা চলে ইংলিশরা। ১১৮ বলে ২১ চার ও ২ ছয়ে ১৩৩ রান করেছেন তিনি। আগামীকাল জো রুটকে (৯) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন ডাকেট।
ইংল্যান্ড অবশ্য করেছে ২০২ রান। তাহলে বাকি পাঁচ রান কোথায় গেল! যায়নি। মূলত প্রথম ইনিংস শুরুর আগেই যোগ হয়েছে ইংল্যান্ডের স্কোরবোর্ডে। আজ সকালে ব্যাটিংয়ের সময় রবিচন্দ্রন অশ্বিন পিচের মাঝখানে বা সুরক্ষিত অঞ্চলে দৌড়ানোয় ভারতকে এই শাস্তি দেয় আম্পায়াররা। ক্রিকেটের আইনে ৪১.১১ ধারা অনুযায়ী, সুরক্ষিত অঞ্চলে দৌড়ালে শাস্তির বিধান রয়েছে। অনন্য এক কীর্তি গড়ার আগে অশ্বিন সেই ভুল করেছেন। সুরক্ষিত অঞ্চলে দৌড়ানোয় ১০২তম ওভারে ভারতের রান কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই রান না কেটে যোগ করা হয় ইংল্যান্ডের প্রথম ইনিংসে।
কোনো বল না খেলার আগে ৫ রান নিয়েই দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুটা দুর্দান্তও হয়। ওপেনিং জুটিতে পেয়ে যায় ৮৯ রান। তবে ওপেনার জ্যাক ক্রলিকে (১৫) ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি নিজেও নতুন এক মাইলফলক গড়েন অশ্বিন। পেলেন ৫০০তম টেস্ট উইকেট। টেস্ট ইতিহাসের ৯ম ও অনিল কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। মুত্তিয়া মুরালিধরনের পরে দ্রুততম সময়ে ৫০০ টেস্ট পেলেন অশ্বিন। তাঁর লেগেছে ৯৮ ম্যাচ, মুরালির ৮৭। ভারতীয় বোলারদের মধ্যে ৫০ থেকে ৫০০ উইকেট—কেউ অশ্বিনের চেয়ে কম সময়ে নিতে পারেননি।
কীর্তির আগে অবশ্য ব্যাটিংটাও দুর্দান্ত করেন অশ্বিন। আগেরদিনের অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা (১১২) ফেরার পর ভারতকে ৪০০-এর ঘরে পৌঁছে দেন অশ্বিন (৩৭) ও অভিষিক্ত উইকেটরক্ষক ধ্রুব জুরেল (৪৬)। ৫ উইকেটে ৩২৬ রানে দিন শুরু করে ভারত। তবে ৫ রান জমা হতেই আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার জাদেজা ও কুলদীপ যাদবকে হারায় স্বাগতিকেরা। মধ্যাহ্নভোজ থেকে ফিরে জসপ্রীত বুমরাহকে নিজের চতুর্থ শিকার বানান মার্ক উড, তাতেই ৪৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস।
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
১৩ ঘণ্টা আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
১৫ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
১৫ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
১৬ ঘণ্টা আগে