নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি সংস্করণ শুরু হওয়ার পর এবারই প্রথম চার সিনিয়র ক্রিকেটারকে ছাড়া সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে সংক্ষিপ্ত সংস্করণে তুলনামূলক নতুন একটি দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিনিয়রদের অবর্তমানে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখবেন বলে মনে করেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। একই সঙ্গে সাকিব-তামিমদের এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের মা-বাবা মনে করেন তিনি।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন মেহদী। সিনিয়রদের না থাকা নিয়ে বলেছেন, ‘একটা সময় তো সিনিয়ররাও থাকবেন না। আমাদের মধ্য থেকে অনেকেই সিনিয়র হয়ে যাবেন। সাকিব ভাই, রিয়াদ ভাইরাও জুনিয়র হয়ে জাতীয় দলে এসেছিলেন। ২০১১ বিশ্বকাপে সাকিব ভাই নেতৃত্ব দিয়েছিলেন, তখন ওনার বয়স ছিল ২২। খেলতে খেলতে ওনারা এই পর্যায়ে এসেছেন। এখন যে তরুণ দলটা আছে, সময় লাগবে। নেতৃত্ব ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবে।’
নিজেদের একদমই তরুণ ভাবতে নারাজ মেহেদী। আন্তর্জাতিক অঙ্গনে অনেক বছর পার হওয়ার পর অভিজ্ঞই মনে করেন তিনি, ‘এই জায়গায় একদমই কেউ নতুন না। সবাই তিন-চার কিংবা পাঁচ বছর ইতিমধ্যে জাতীয় দলে খেলছে। এখানে অনেকেই সাত-আট বছর খেলেছেন। সুতরাং বেশির ভাগই অভিজ্ঞ। তরুণ দু-একজন আছেন। আমরা বেশির ভাগই আন্তর্জাতিক পর্যায়ে ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। সবার বোঝার ক্ষমতা আছে।’
চার সিনিয়র ক্রিকেটার দলে না থাকায় নিজেদের মেলে ধরার সুযোগ দেখছেন মেহেদী। একটি পরিবার আর জাতীয় দলের মধ্য মিল রেখে তাঁর ব্যাখ্যা, ‘আপনি পরিবারে যখন ছোট থাকেন, তখন আপনাকে বড় করতে বাবা-মা সব দায়িত্ব নেন। যখন প্রতিষ্ঠিত হয়ে যান, তখন নিজের সিদ্ধান্ত নিজে নেন। সেক্ষেত্রে এই সিরিজ থেকে বলতে পারব, আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। যেহেতু সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই, মুশফিক ভাই নেই। তারা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের মা-বাবাই ছিলেন।’
টি-টোয়েন্টি সংস্করণ শুরু হওয়ার পর এবারই প্রথম চার সিনিয়র ক্রিকেটারকে ছাড়া সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে সংক্ষিপ্ত সংস্করণে তুলনামূলক নতুন একটি দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিনিয়রদের অবর্তমানে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখবেন বলে মনে করেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। একই সঙ্গে সাকিব-তামিমদের এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের মা-বাবা মনে করেন তিনি।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন মেহদী। সিনিয়রদের না থাকা নিয়ে বলেছেন, ‘একটা সময় তো সিনিয়ররাও থাকবেন না। আমাদের মধ্য থেকে অনেকেই সিনিয়র হয়ে যাবেন। সাকিব ভাই, রিয়াদ ভাইরাও জুনিয়র হয়ে জাতীয় দলে এসেছিলেন। ২০১১ বিশ্বকাপে সাকিব ভাই নেতৃত্ব দিয়েছিলেন, তখন ওনার বয়স ছিল ২২। খেলতে খেলতে ওনারা এই পর্যায়ে এসেছেন। এখন যে তরুণ দলটা আছে, সময় লাগবে। নেতৃত্ব ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবে।’
নিজেদের একদমই তরুণ ভাবতে নারাজ মেহেদী। আন্তর্জাতিক অঙ্গনে অনেক বছর পার হওয়ার পর অভিজ্ঞই মনে করেন তিনি, ‘এই জায়গায় একদমই কেউ নতুন না। সবাই তিন-চার কিংবা পাঁচ বছর ইতিমধ্যে জাতীয় দলে খেলছে। এখানে অনেকেই সাত-আট বছর খেলেছেন। সুতরাং বেশির ভাগই অভিজ্ঞ। তরুণ দু-একজন আছেন। আমরা বেশির ভাগই আন্তর্জাতিক পর্যায়ে ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। সবার বোঝার ক্ষমতা আছে।’
চার সিনিয়র ক্রিকেটার দলে না থাকায় নিজেদের মেলে ধরার সুযোগ দেখছেন মেহেদী। একটি পরিবার আর জাতীয় দলের মধ্য মিল রেখে তাঁর ব্যাখ্যা, ‘আপনি পরিবারে যখন ছোট থাকেন, তখন আপনাকে বড় করতে বাবা-মা সব দায়িত্ব নেন। যখন প্রতিষ্ঠিত হয়ে যান, তখন নিজের সিদ্ধান্ত নিজে নেন। সেক্ষেত্রে এই সিরিজ থেকে বলতে পারব, আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। যেহেতু সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই, মুশফিক ভাই নেই। তারা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের মা-বাবাই ছিলেন।’
ডামি করে বলটা ছেড়ে দিলেন দমিনিক সবোসলাই। তাঁর পেছনে থাকা সতীর্থকে যে আটকানোর কেউ নেই, সেটা তিনি জানতেন। আর জানতেন বলেই লিভারপুল মাঠ ছাড়ে ৩-২ গোলের নাটকীয় এক জয় নিয়ে। ফুটবল বিশ্ব পায় ১৬ বছর বয়সী বিস্ময় বালক রিও এনগুমোহার আগমনী বার্তা।
৩ মিনিট আগেচলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিনশেষে তাদের হতাশই হতে হয়।
১ ঘণ্টা আগেআমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। ম্যাচ জিতলে সিরিজ জেতার ভাবনাও আসে। আশা করি, এই সিরিজেও ম্যাচ জিততে পারব। (২০২৬) বিশ্বকাপ বাছাইয়ে ভালো করায় (খেলার যোগ্যতা অর্জন করা) আমরা আত্মবিশ্বাসী মনেই আসছি।
২ ঘণ্টা আগেঅ্যাথলেটিকসে দূরপাল্লার দৌড় নিয়ে খুব একটা আলোচনা হয় না কখনো। রিনকী বিশ্বাস রেকর্ডের পর রেকর্ডের জন্ম না দিলে এবারও কি হতো! সে ক্ষেত্রে ‘না’র পাল্লাই হয়তো ভারী হবে। ৩০০০, ৫০০০ ও ১০০০০ মিটার—খালি পায়ে দৌড়ে তিনটি ইভেন্ট রেকর্ডময় করেছেন রিনকী।
২ ঘণ্টা আগে