Ajker Patrika

জিম্বাবুয়েকে হারিয়ে প্রস্তুতি সারলেন বাংলাদেশ যুবারা 

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫: ৪২
জিম্বাবুয়েকে হারিয়ে প্রস্তুতি সারলেন বাংলাদেশ যুবারা 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুবা দল। বর্তমান চ্যাম্পিয়নরা বৃষ্টি আইনে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ের যুবাদের। 

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। ওপেনার আরিফুল ইসলাম ৫২ বলে ৪০ ও ২৬ বলে ৩৯ রান করেন রিপন মন্ডল। 

বৃষ্টির কারণে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান।  ২৭ বলে ১০ রান করা মিচেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুশফিক। 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন জিম্বাবুয়ের যুবারা। দলীয় ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। শেষ ২৭ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে পরে জিম্বাবুয়ের লক্ষ্য ২৫৬ রানে নেমে আসায়  ১৫৫ রানের বড় জয় পায় রাকিবুল হাসানের দল। 

১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত