অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়েই নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে করেছিলেন ঝোড়ো ফিফটি। মিডল অর্ডারে নেমে ঝড় তোলায় স্বর্ণা ছিলেন সিদ্ধহস্ত। আইসিসির বিশ্বকাপ দলে জায়গা পেলেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার।
চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ ইংল্যান্ড-এই দুই দেশের ক্রিকেটারদের আধিপত্য রয়েছে আইসিসি ঘোষিত বিশ্বকাপ দলে। ভারত, ইংল্যান্ড-দুই দলেরই আছেন তিনজন করে ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্বেতা শেহরাওয়াত ও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শেফালি ভার্মা আছেন এই দলে। শ্বেতা, শেফালি ছাড়া আরেক ভারতীয় ক্রিকেটার হলেন পরশভি চোপড়া। ইংল্যান্ডের অধিনায়ক গ্রেস স্ক্রিভেনস আইসিসির এই দলেরও নেতৃত্বে থাকছেন। স্ক্রিভেনস ছাড়া বাকি দুই ইংলিশ ক্রিকেটার হলেন হান্নাহ বেকার, এলি অ্যান্ডারসন। সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাগি ক্লার্কও আছেন এই দলে। একজন করে ক্রিকেটার আছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের আনোশা নাসির।
আইসিসি ২০২৩ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল:
১। শ্বেতা সেহরাওয়াত (ভারত) :
৭ ম্যাচ; ২৯৭ রান; গড়: ৯৯; স্ট্রাইকরেট: ১৩৯.৪৩; সর্বোচ্চ: ৯২ *; ফিফটি: ৩
২। গ্রেস স্ক্রিভেনস (অধিনায়ক) (ইংল্যান্ড) :
৯ ম্যাচ, ৫৫০ রান, গড়: ৬৮.৭৫, স্ট্রাইকরেট: ১১২.২৪, সর্বোচ্চ: ১৫২, সেঞ্চুরি: ২, ফিফটি: ৩
৩। শেফালি ভার্মা (ভারত) :
৭ ম্যাচ; ১৭২ রান; গড়: ২৪.৫৭; স্ট্রাইকরেট: ১৯৩.২৫; সর্বোচ্চ: ৭৮; ফিফটি: ১
৪। জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড) :
৬ ম্যাচ; ১৫৫ রান; গড়: ৫১.৬৬, স্ট্রাইকরেট: ৯১.৫২, সর্বোচ্চ: ১১৩ *, সেঞ্চুরি: ১, ফিফটি: ৬
৫। দেওমি বিহঙ্গ (শ্রীলঙ্কা) :
৫ ম্যাচ; ১১৩ রান; গড়: ২২.৬০; স্ট্রাইকরেট: ১১৮.৯৪; সর্বোচ্চ: ৫৫; ফিফটি: ১; ৯ উইকেট; ইকোনমি: ৫.৮০; সেরা বোলিং: ৩ / ১১
৬। স্বর্ণা আক্তার (বাংলাদেশ) :
৫ ম্যাচ; ১৫৩ রান; গড়: ৫১; স্ট্রাইকরেট: ১৫৭.৭৩; সর্বোচ্চ: ৫০* ফিফটি: ১
৭। কারাবো মেসো (দক্ষিণ আফ্রিকা) (উইকেটরক্ষক) :
৫ ম্যাচ; ৮০ রান; গড়: ২৬.৬৭; স্ট্রাইকরেট: ১০৩.৮৯; সর্বোচ্চ: ৩২*
৮। পরশভি চোপড়া (ভারত) :
৬ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৩.৬৬; সেরা বোলিং: ৪ / ৫
৯। হান্নাহ বেকার (ইংল্যান্ড)
৬ ম্যাচ; ১০ উইকেট; ইকোনমি: ৩.৩৪; সেরা বোলিং: ৩ /৯
১০। এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড) :
৫ ম্যাচ; ৮ উইকেট; ইকোনমি: ৩.৭৫; সেরা বোলিং: ৫ / ১২
১১। ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া) :
৫ ম্যাচ; ১২ উইকেট; ইকোনমি: ৪.২০; সেরা বোলিং: ৩ / ১৫
দ্বাদশ ক্রিকেটার: আনোশা নাসির (পাকিস্তান)
৫ ম্যাচ; ১০ উইকেট; ইকোনমি: ৫.৫০; সেরা বোলিং: ৩ / ৩২
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়েই নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে করেছিলেন ঝোড়ো ফিফটি। মিডল অর্ডারে নেমে ঝড় তোলায় স্বর্ণা ছিলেন সিদ্ধহস্ত। আইসিসির বিশ্বকাপ দলে জায়গা পেলেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার।
চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ ইংল্যান্ড-এই দুই দেশের ক্রিকেটারদের আধিপত্য রয়েছে আইসিসি ঘোষিত বিশ্বকাপ দলে। ভারত, ইংল্যান্ড-দুই দলেরই আছেন তিনজন করে ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্বেতা শেহরাওয়াত ও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শেফালি ভার্মা আছেন এই দলে। শ্বেতা, শেফালি ছাড়া আরেক ভারতীয় ক্রিকেটার হলেন পরশভি চোপড়া। ইংল্যান্ডের অধিনায়ক গ্রেস স্ক্রিভেনস আইসিসির এই দলেরও নেতৃত্বে থাকছেন। স্ক্রিভেনস ছাড়া বাকি দুই ইংলিশ ক্রিকেটার হলেন হান্নাহ বেকার, এলি অ্যান্ডারসন। সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাগি ক্লার্কও আছেন এই দলে। একজন করে ক্রিকেটার আছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের আনোশা নাসির।
আইসিসি ২০২৩ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল:
১। শ্বেতা সেহরাওয়াত (ভারত) :
৭ ম্যাচ; ২৯৭ রান; গড়: ৯৯; স্ট্রাইকরেট: ১৩৯.৪৩; সর্বোচ্চ: ৯২ *; ফিফটি: ৩
২। গ্রেস স্ক্রিভেনস (অধিনায়ক) (ইংল্যান্ড) :
৯ ম্যাচ, ৫৫০ রান, গড়: ৬৮.৭৫, স্ট্রাইকরেট: ১১২.২৪, সর্বোচ্চ: ১৫২, সেঞ্চুরি: ২, ফিফটি: ৩
৩। শেফালি ভার্মা (ভারত) :
৭ ম্যাচ; ১৭২ রান; গড়: ২৪.৫৭; স্ট্রাইকরেট: ১৯৩.২৫; সর্বোচ্চ: ৭৮; ফিফটি: ১
৪। জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড) :
৬ ম্যাচ; ১৫৫ রান; গড়: ৫১.৬৬, স্ট্রাইকরেট: ৯১.৫২, সর্বোচ্চ: ১১৩ *, সেঞ্চুরি: ১, ফিফটি: ৬
৫। দেওমি বিহঙ্গ (শ্রীলঙ্কা) :
৫ ম্যাচ; ১১৩ রান; গড়: ২২.৬০; স্ট্রাইকরেট: ১১৮.৯৪; সর্বোচ্চ: ৫৫; ফিফটি: ১; ৯ উইকেট; ইকোনমি: ৫.৮০; সেরা বোলিং: ৩ / ১১
৬। স্বর্ণা আক্তার (বাংলাদেশ) :
৫ ম্যাচ; ১৫৩ রান; গড়: ৫১; স্ট্রাইকরেট: ১৫৭.৭৩; সর্বোচ্চ: ৫০* ফিফটি: ১
৭। কারাবো মেসো (দক্ষিণ আফ্রিকা) (উইকেটরক্ষক) :
৫ ম্যাচ; ৮০ রান; গড়: ২৬.৬৭; স্ট্রাইকরেট: ১০৩.৮৯; সর্বোচ্চ: ৩২*
৮। পরশভি চোপড়া (ভারত) :
৬ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৩.৬৬; সেরা বোলিং: ৪ / ৫
৯। হান্নাহ বেকার (ইংল্যান্ড)
৬ ম্যাচ; ১০ উইকেট; ইকোনমি: ৩.৩৪; সেরা বোলিং: ৩ /৯
১০। এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড) :
৫ ম্যাচ; ৮ উইকেট; ইকোনমি: ৩.৭৫; সেরা বোলিং: ৫ / ১২
১১। ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া) :
৫ ম্যাচ; ১২ উইকেট; ইকোনমি: ৪.২০; সেরা বোলিং: ৩ / ১৫
দ্বাদশ ক্রিকেটার: আনোশা নাসির (পাকিস্তান)
৫ ম্যাচ; ১০ উইকেট; ইকোনমি: ৫.৫০; সেরা বোলিং: ৩ / ৩২
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে