Ajker Patrika

পাল্লেকেলেতে দ্বিতীয় দিনটাও বাংলাদেশের

পাল্লেকেলেতে দ্বিতীয় দিনটাও বাংলাদেশের

ঢাকা: মুমিনুল হক-নাজমুল হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনও বাংলাদেশের। স্কোরবোর্ডে পাঁচ শ ছাড়ানো রান থাকলে অবশ্য প্রাপ্তির ষোলকলা পূর্ণ হতো। তবুও যা হয়েছে সেটিও দারুণ। আলোকস্বল্পতায় দিনের খেলা থেমে যাওয়ার আগে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ৪৭৪ রান তুলে।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে রেকর্ডময় এক দিনই গেছে বাংলাদেশের। মুমিনুলের সঙ্গে নাজমুল তৃতীয় উইকেটে গড়েছেন সর্বোচ্চ ২৪২ রানের জুটি, টেস্টে যেটি তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। লাহিরু কুমারাকে ফিরতি ক্যাচ দিয়ে নাজমুল ফিরতেই ভেঙেছে লম্বা এ জুটি। নাজমুল ১৭ চার, এক ছয়ে করে গেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৬৩ রান।

কাল দ্বিতীয় সেশনে তামিমের আউটের পর উইকেটে এসেছিলেন মুমিনুল হক। অধিনায়কে নিয়ে নাজমুলের জুটিটা সেই শুরু। এই জুটি গড়ার পথে সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হকও। আট বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে তিন অঙ্কের দেখা পেলেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। এত লম্বা বিরতিতে দেশের বাইরে প্রথম সেঞ্চুরি পাওয়ার রেকর্ডও হয়েছে তাঁর।

ধনঞ্জয়ার বলে স্লিপে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ তুলে মুমিনুল থামেন ১২৭ রানে। খেলেছেন ৩০৪ বল। বলের হিসেবে টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর সবচেয়ে লম্বা ইনিংস। টেস্টে এক ইনিংসে প্রথমবারের মতো ব্যাটিং অর্ডারের তিন ও চারের ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখল বাংলাদেশ।

পুরো দিনে লঙ্কানদের সাফল্য বলতে নাজমুল-মুমিনুলের উইকেট। তবে এদিন তুলনামূলক আঁটোসাঁটো লাইন-লেংথে বোলিং করেছেন লঙ্কান বোলাররা। দিনে একটা পর্যায়ে বাংলাদেশের রানরেট নেমে এসেছিল ২-এর নিচে। তবুও ধৈর্যের পরিচয় দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরাই বিজয়ী। টানা দুটি সেশনে শ্রীলঙ্কাকে উইকেটই পেতে দেননি মুমিনুল-নাজমুল। টানা ৭৫ ওভার কোনো উইকেটই নিতে পারেননি লঙ্কান বোলাররা।

মুমিনুল-নাজমুলের পর জমে উঠেছে মুশফিকুর রহিম-লিটন দাসের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি। দুজন যোগ করেছেন ৫০ রান। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে মুশফিক অপরাজিত ৪৩ রানে আর ২৬ রানে উইকেটে আছেন লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত