অনেক দিন ধরেই বাবর আজমকে ধরি ধরি করছিলেন শুবমান গিল। অবশেষে শুধু ধরেননি পাকিস্তানের অধিনায়ককে পেছনেও ফেলেছেন ভারতীয় ব্যাটার। বাবরকে হটিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন গিল।
আজ আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে এমনই সুসংবাদ পেয়েছেন গিল। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে শীর্ষে উঠেছেন ২৪ বছর বয়সী ব্যাটার। তাঁর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এই কীর্তি গড়েছেন।
বিশ্বকাপে ৬ ম্যাচে ২১৯ রানের সৌজন্যে শীর্ষে উঠেছেন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৮৩০। আর বাবর আছেন ৮২৪ পয়েন্টে দুইয়ে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত বাবরের রান ৮ ম্যাচে ২৮২। শুবমানের উত্থানে দুই বছরেরও বেশি সময় শীর্ষে থাকা বাবরের সুন্দর মুহূর্তে ছেদ পড়ল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন কোহলিও। ৩ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে আছেন ওয়ানডেতে শচীনের সমান ৪৯ সেঞ্চুরির মালিক। ভারতীয় ব্যাটার ওপরে আছেন এবারের বিশ্বকাপে ৪ সেঞ্চুরি হাঁকানো প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। আর শীর্ষ পাঁচের শেষ ব্যাটার হচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভারতের ক্রিকেটারই শীর্ষে। গিলের মতো সিরাজও ব্যাটল নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটারের হাত থেকে। গত সপ্তাহে শীর্ষে ওঠা শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছেন তিনি। আগেও শীর্ষে ওঠায় পুনরায় চূড়া ফিরে ফেলেন সিরাজ।
৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিরাজ। তাঁকে জায়গা দিয়ে পাঁচে আছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। আর গত সপ্তাহে দুইয়ে থাকা জশ হ্যাজলউড শাহিনের সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছেন। এই তিন পেসারের মাঝে আছেন তিন স্পিনার।
২ ধাপ এগিয়ে দুইয়ে আছেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনারের পয়েন্ট ৬৯৪। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাডাম জাম্পা আছেন তিনে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬২। তাঁর চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
ব্যাটিং–বোলিংয়ে আসলেও অলরাউন্ডারের শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। গত সপ্তাহের চেয়ে আবার ১১ রেটিং পয়েন্টও বেড়েছে। বাংলাদেশি অধিনায়কের বর্তমান রেটিং পয়েন্ট ৩২৭। আর গতকাল অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন।
অনেক দিন ধরেই বাবর আজমকে ধরি ধরি করছিলেন শুবমান গিল। অবশেষে শুধু ধরেননি পাকিস্তানের অধিনায়ককে পেছনেও ফেলেছেন ভারতীয় ব্যাটার। বাবরকে হটিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন গিল।
আজ আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে এমনই সুসংবাদ পেয়েছেন গিল। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে শীর্ষে উঠেছেন ২৪ বছর বয়সী ব্যাটার। তাঁর আগে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এই কীর্তি গড়েছেন।
বিশ্বকাপে ৬ ম্যাচে ২১৯ রানের সৌজন্যে শীর্ষে উঠেছেন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৮৩০। আর বাবর আছেন ৮২৪ পয়েন্টে দুইয়ে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত বাবরের রান ৮ ম্যাচে ২৮২। শুবমানের উত্থানে দুই বছরেরও বেশি সময় শীর্ষে থাকা বাবরের সুন্দর মুহূর্তে ছেদ পড়ল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন কোহলিও। ৩ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে আছেন ওয়ানডেতে শচীনের সমান ৪৯ সেঞ্চুরির মালিক। ভারতীয় ব্যাটার ওপরে আছেন এবারের বিশ্বকাপে ৪ সেঞ্চুরি হাঁকানো প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। আর শীর্ষ পাঁচের শেষ ব্যাটার হচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভারতের ক্রিকেটারই শীর্ষে। গিলের মতো সিরাজও ব্যাটল নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটারের হাত থেকে। গত সপ্তাহে শীর্ষে ওঠা শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছেন তিনি। আগেও শীর্ষে ওঠায় পুনরায় চূড়া ফিরে ফেলেন সিরাজ।
৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিরাজ। তাঁকে জায়গা দিয়ে পাঁচে আছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। আর গত সপ্তাহে দুইয়ে থাকা জশ হ্যাজলউড শাহিনের সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছেন। এই তিন পেসারের মাঝে আছেন তিন স্পিনার।
২ ধাপ এগিয়ে দুইয়ে আছেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনারের পয়েন্ট ৬৯৪। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাডাম জাম্পা আছেন তিনে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬২। তাঁর চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
ব্যাটিং–বোলিংয়ে আসলেও অলরাউন্ডারের শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। গত সপ্তাহের চেয়ে আবার ১১ রেটিং পয়েন্টও বেড়েছে। বাংলাদেশি অধিনায়কের বর্তমান রেটিং পয়েন্ট ৩২৭। আর গতকাল অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন।
বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক মেরেছেন ৩৮ ছক্কা। চারের সংখ্যা ৩৪। তাহলে তাঁর ছক্কা মারার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী? কারণ, এই ছক্কাগুলোর বেশির ভাগ তিনি মেরেছেন দ্বিপক্ষীয় সিরিজে। কিন্তু মেজর টুর্নামেন্টের সময় যে ছক্কা মারতেই পারেন না ‘ফিনিশার’ তকমা পাওয়া জাকের।
৩৮ মিনিট আগেপাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
৪ ঘণ্টা আগে