Ajker Patrika

নিজেদের লিগে দল না পাওয়ায় হতাশ বাভুমা

নিজেদের লিগে দল না পাওয়ায় হতাশ বাভুমা

টেম্বা বাভুমার নেতৃত্বে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা। অথচ এই বাভুমাই অবিক্রিত থেকে গেছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিলামে (এসএ টোয়েন্টি লিগ)। নিজেদের লিগে দল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক বাভুমা বলেন, ‘আমাকে কেউ নিলামে না নেওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম। মিথ্যা বলা হতো যদি আমি বলতাম যে আমি হতাশ হইনি। আশা করেছিলাম, টুর্নামেন্টে নিশ্চিত সুযোগ পাচ্ছি। শুধু আমিই না, আমার পরিবারও হতাশ হয়ে পড়েছিল।’

আগামী বছরে শুরু হতে যাচ্ছে ছয় দলের এসএ টোয়েন্টি লিগের প্রথম সংস্করণ। এই লিগের ফ্র্যাঞ্জাইজিগুলোহচ্ছে: ডারবান সুপার জায়ান্টস, জোহানেসবার্গ সুপার কিংস, এম আই কেপটাউন, পার্ল রয়্যালস, প্রিটোরিয়া ক্যাপিটালস, সানরাইজার্স ইস্টার্ন কেপ। আইপিএলের দলগুলো এই ছয়টা ফ্র‍্যাঞ্চাইজির মালিক। নিলামে সর্বোচ্চ ৯২ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩৯ লাখ টাকা) দামে ত্রিস্তান স্টাবসকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

দ. আফ্রিকার হয়ে ৩০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন বাভুমা। অধিনায়ক হিসেবে ১৩ ওয়ানডেতে ৩৮.৭০ গড়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৮৭ রান করেছেন তিনি। আর ১৭ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এক ফিফটিতে করেছেন ৩১৩ রান। গড় হচ্ছে ২২.৩৫ এবং স্ট্রাইক রেট ১১২.১৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত