Ajker Patrika

এক সেঞ্চুরিতেই যেখানে ধোনি-শচীনকে টপকে গেলেন পন্ত

আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫: ৪৯
এক সেঞ্চুরিতেই যেখানে ধোনি-শচীনকে টপকে গেলেন পন্ত

এক শ রানের আগে দলের ৫ উইকেট নেই। এমন পরিস্থিতিতে উইকেটে এসে প্রতিপক্ষ বোলারদের ওপর ব্যাটারের চড়াও হওয়ার ঘটনা টেস্ট ক্রিকেটে বিরল। আর এই বিরল ঘটনাকেই নিয়ম বানিয়ে ফেলেছেন ঋষভ পন্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সর্বোচ্চ প্রদর্শনী দেখিয়ে গতকাল এজবাস্টন টেস্টেও তিন অঙ্ক ছুঁয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৮৯ বলে সেঞ্চুরির ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন পন্ত। যেখানে পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তিদের। টেস্টে  দ্রুততম সেঞ্চুরির  তালিকায় ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে তালিকার এক নম্বরে এখন পন্তের অবস্থান। পন্ত ভেঙেছেন ধোনির ৯৩ বলে সেঞ্চুরির রেকর্ড । ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৯৩ বলে টেস্ট সেঞ্চুরি করে ক্যারিয়ারের শুরুর দিকে বেশ আলোচনায় এসেছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক। ১৮ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন পন্ত। 

৮৯ বলে সেঞ্চুরির পর ১১১ বলে ১৪৬ রান  করা পন্ত শচীনকেও একটি জায়গায় টপকে গেছেন। সেটি হলো সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ছক্কা মারার কীর্তি।  আন্তর্জাতিক ক্রিকেটে পন্তের নামের পাশে যখন ১০০ ছক্কা তখন তাঁর বয়স ২৪ বছর ২৭১ দিন।যেখানে শচীনের লেগেছিল ২৫ বছর। 

একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দ্বিতীয় দ্রুততম  সেঞ্চুরির রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তালিকার এক নম্বরে থাকা মোহাম্মদ আজহারউদ্দিন ১৯৯০ সালে ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত