Ajker Patrika

বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হতে এবার দেরি কেন 

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩৬
বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হতে এবার দেরি কেন 

সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। টানা বৃষ্টিতে পানি জমে থাকায় মাঠের ভেতরের কিছু জায়গা ভেজা রয়েছে।  শুকাতে সময় লাগার কারণে আজ বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি। 

গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে এখন পর্যন্ত দুই দফা মাঠ পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। সবশেষ পরিদর্শনে মাঠের ভেজা জায়গা শুকালেও এখন আলোকস্বল্পতায় ম্যাচ শুরু করা যাচ্ছে না। ম্যাচ কর্মকর্তারা সময় নিয়েছেন স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত। তারপর সিদ্ধান্ত জানাবেন ম্যাচ কখন শুরু করা যাবে। 
 
এদিকে গত দিনের মতো আজও কয়েক হাজার দর্শক মাঠে এসেছেন বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা দেখতে। সকাল থেকে গ্যালারিতে বসে ভুভুজেলা, বাঁশি ও আড্ডায় গ্যালারি মাতিয়ে রাখছেন। মাঝেমধ্যে ড্রেসিংরুমে কোনো ক্রিকেটারকে একঝলক দেখতে পেলে ঢাকঢোল আর ভুভুজেলার আওয়াজ তুলছেন। 

আজ বৃষ্টির সম্ভবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।  স্থানীয় সময় দুপুর ১২টায় দ্বিতীয় দফা ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেন।

উল্লেখ্য, কানপুরে টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশনের পুরোটা নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত