Ajker Patrika

সাকিব-তামিমদের লড়াইয়ে ব্যাটিংয়ে রংপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৪: ০৬
সাকিব-তামিমদের লড়াইয়ে ব্যাটিংয়ে রংপুর

লড়াইটা রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের মধ্যে। কিন্তু সমর্থকদের স্লোগানে ‘সাকিব-তামিম’। এমনটা হওয়া ছিল স্বাভাবিক। সাকিব আল হাসান ও তামিম ইকবালের যে দ্বন্দ্ব, সেটি বেশ স্পষ্ট। আজ সাকিব খেলবেন রংপুরের হয়ে আর তামিম নেতৃত্ব দিচ্ছেন বরিশালকে। 

ফলে লড়াইয়ের মধ্যে আছে আরেকটি লড়াই। আরেকটি উত্তেজনার প্রেক্ষাপট। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তামিম। তাতে প্রায় চার মাস পর আবারও ক্রিকেট মাঠে ফেরা হলো এই বাঁহাতি ব্যাটারের। 

দুই দলের শক্তিমত্তায় এবারের বিপিএলের ফেবারিট তালিকায়ও আছে বরিশাল-রংপুর। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেবারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই আজ জিতবে। 

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম হোসেন, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ। 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিত ভেল্লালাগে ও রাকিবুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত