ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের কাছে অলিখিত সেমিফাইনালে হেরে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে দারুণ জয়ের পর এবার ফাইনাল খেলার অপেক্ষায় সালমান আলী আগার দল। শিরোপার লড়াইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।
শিরোপার লড়াই নামতে না পারলেও এশিয়া কাপের ফাইনালে ঠিকই থাকছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের লড়াইয়ে ফিল্ড আম্পায়ারিং করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। বাংলাদেশের মতো আফগানিস্তানও এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে। তবে দেশটির নামও ফাইনালে উচ্চারিত হবে। দুবাইয়ে কাল মুকুলের সঙ্গে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আফগান আম্পায়ার আহমদ শাহ পাকতিনকে।
এর আগে গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান লড়াইয়ে আম্পায়ার হিসেবে ছিলেন মুকুল। সুপার ফোরে দুই দলের খেলোয়াড়দের সামলে প্রশংসা কুড়িয়েছেন গাজী সোহেল। ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোয় ফাইনালের মতো ম্যাচে এই দুই বাংলাদেশি আম্পায়ারের ওপর ভরসা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা জাগিয়েছিল বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলীরা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর কড়া সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রান করতে ব্যর্থ হয় তারা।
এশিয়া কাপ থেকে বিদায় নিলেও দুবাইয়েই আছে বাংলাদেশ দল। কদিন পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। তার আগে আপাতত দর্শক হয়ে ভারত–পাকিস্তান ফাইনাল উপভোগ করবে বাংলাদেশের ক্রিকেটাররা।
পাকিস্তানের কাছে অলিখিত সেমিফাইনালে হেরে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে দারুণ জয়ের পর এবার ফাইনাল খেলার অপেক্ষায় সালমান আলী আগার দল। শিরোপার লড়াইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।
শিরোপার লড়াই নামতে না পারলেও এশিয়া কাপের ফাইনালে ঠিকই থাকছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের লড়াইয়ে ফিল্ড আম্পায়ারিং করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। বাংলাদেশের মতো আফগানিস্তানও এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে। তবে দেশটির নামও ফাইনালে উচ্চারিত হবে। দুবাইয়ে কাল মুকুলের সঙ্গে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আফগান আম্পায়ার আহমদ শাহ পাকতিনকে।
এর আগে গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান লড়াইয়ে আম্পায়ার হিসেবে ছিলেন মুকুল। সুপার ফোরে দুই দলের খেলোয়াড়দের সামলে প্রশংসা কুড়িয়েছেন গাজী সোহেল। ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোয় ফাইনালের মতো ম্যাচে এই দুই বাংলাদেশি আম্পায়ারের ওপর ভরসা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা জাগিয়েছিল বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলীরা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর কড়া সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রান করতে ব্যর্থ হয় তারা।
এশিয়া কাপ থেকে বিদায় নিলেও দুবাইয়েই আছে বাংলাদেশ দল। কদিন পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। তার আগে আপাতত দর্শক হয়ে ভারত–পাকিস্তান ফাইনাল উপভোগ করবে বাংলাদেশের ক্রিকেটাররা।
এবারের এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে একাধিক ইস্যুতে বেশ বিতর্ক হয়েছে। তবে ফাইনালকে সামনে রেখে সব বিতর্ক এড়িয়ে যেতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা দুঃস্বপ্নের মতো কেটেছে ম্যানেচস্টার ইউনাইটেডের জন্য। সেবার ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১১ টিতে জয়ের দেখা পায় জায়ান্টরা। মৌসুম শেষ করে টেবিলের ১৫ নম্বরে থেকে। যেটা ছিল তাদের ক্লাবের ইতিহাসের বাজে মৌসুমগুলোর একটি। নতুন মৌসুমে এসেও ব্যর্থতার করুণ দশা থেকে বের হতে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশ-ভারত ফাইনালে নাটক হবে না তা কী করে হয়! দুবার পিছিয়ে পড়ে বাংলাদেশ ফিরে আসার গল্পটা লিখল দারুণভাবে। কিন্তু ওই যে স্নায়ুচাপ; যা বরাবরই দুই দলের মধ্যে বড় পার্থক্য হয়ে দাঁড়ায়। আজও দেখা গেল একই গল্পের পুনরাবৃত্তি।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপের ফাইনালে আগামীকাল রাত সাড়ে ৮টায় মাঠে নামবে ভারত ও পাকিস্তান। দুই দলের মাঠের লড়াইয়ের আগে শোয়েব আখতারের একটি ভুলকে কেন্দ্র করে হাস্যরসের তৈরি হয়েছে। বিষয়টির সঙ্গে নিজরে নাম জড়িত থাকায় পাকিস্তানের সাবেক গতি তারকাকে খোঁচা দিয়েছেন বলিউডের নায়ক অভিষেক বচ্চন।
৫ ঘণ্টা আগে