পাকিস্তানকে ব্যাটিংয়ে জবাবটা ভালোভাবেই দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২ রানে এগিয়ে থেকে করাচি টেস্টের তৃতীয় দিন শেষ করেছে কিউইরা। ৬ উইকেটে ৪৪০ রানে আগামীকাল চতুর্থদিন শুরু করবে সফরকারী দল।
ব্যাটিং অর্ডারের তিনে নেমে ১০৫ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন ইশ সোধি (১)। এর আগে বিনা উইকেটে ১৬৫ রানে দিন শুরু করে সফরকারীরা। ৮ রানের জন্য ডেভন কনওয়ে সেঞ্চুরি বঞ্চিত হলেও টম লাথাম ঠিকই তিন অঙ্কের দেখা পেয়েছেন। ৮২ রানে দিন শুরু করেন তিনি।
তৃতীয় দিনের প্রথম সেশনে প্রথম উইকেটের দেখা পায় পাকিস্তান। দলীয় ১৮৩ ছিন্ন হয় লাথাম-কনওয়ের ওপেনিং জুটি। ব্যক্তিগত ৯২ রানে নওমান আলীর এলবিডব্লিউর ফাঁদে পড়েন কনওয়ে। ৭৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন তিনি। এরপর আবরার আহমেদের বলে লাথাম থামেন ১১২ রানে।
নিউজিল্যান্ড এগোতে থাকে উইলিয়ামসনের ব্যাটে। হেনরি নিকোলসের (২২) সঙ্গে ৪১, ড্যারিল মিচেলের (৪২) ৬৫ ও উইকেটরক্ষক টম ব্লান্ডেলের (৪৭) সঙ্গে ৯০ রানের জুটি গড়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন আবরার ও ২ উইকেট গেছে নওমানের ঝুলিতে। এর আগে টস জিতে স্বাগতিকেরা অধিনায়ক বাবর আজম ও আগা সালমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে করে ৪৩৮ রান।
পাকিস্তানকে ব্যাটিংয়ে জবাবটা ভালোভাবেই দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২ রানে এগিয়ে থেকে করাচি টেস্টের তৃতীয় দিন শেষ করেছে কিউইরা। ৬ উইকেটে ৪৪০ রানে আগামীকাল চতুর্থদিন শুরু করবে সফরকারী দল।
ব্যাটিং অর্ডারের তিনে নেমে ১০৫ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন ইশ সোধি (১)। এর আগে বিনা উইকেটে ১৬৫ রানে দিন শুরু করে সফরকারীরা। ৮ রানের জন্য ডেভন কনওয়ে সেঞ্চুরি বঞ্চিত হলেও টম লাথাম ঠিকই তিন অঙ্কের দেখা পেয়েছেন। ৮২ রানে দিন শুরু করেন তিনি।
তৃতীয় দিনের প্রথম সেশনে প্রথম উইকেটের দেখা পায় পাকিস্তান। দলীয় ১৮৩ ছিন্ন হয় লাথাম-কনওয়ের ওপেনিং জুটি। ব্যক্তিগত ৯২ রানে নওমান আলীর এলবিডব্লিউর ফাঁদে পড়েন কনওয়ে। ৭৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন তিনি। এরপর আবরার আহমেদের বলে লাথাম থামেন ১১২ রানে।
নিউজিল্যান্ড এগোতে থাকে উইলিয়ামসনের ব্যাটে। হেনরি নিকোলসের (২২) সঙ্গে ৪১, ড্যারিল মিচেলের (৪২) ৬৫ ও উইকেটরক্ষক টম ব্লান্ডেলের (৪৭) সঙ্গে ৯০ রানের জুটি গড়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন আবরার ও ২ উইকেট গেছে নওমানের ঝুলিতে। এর আগে টস জিতে স্বাগতিকেরা অধিনায়ক বাবর আজম ও আগা সালমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে করে ৪৩৮ রান।
বড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
১ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যেই দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদও প্রকাশ করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
৩ ঘণ্টা আগে