ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এ সপ্তাহের শনিবার ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রোটিয়ারা সেদিনই করেছে উদ্যাপন। দেশি-বিদেশি অনেক ক্রিকেটারই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
দীর্ঘ ২৭ বছর পর মেজর শিরোপা জয়ের আনন্দ কি এত দ্রুত শেষ হয়! যে লর্ডসে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে দক্ষিণ আফ্রিকা গতকাল ফিরেছে উদ্যাপনকে ভিন্ন এক মাত্রা দিতে। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের উদ্যাপন নিয়ে আইসিসি সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করেছে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসির প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, লন্ডনে বাসে করে ঘুরছে প্রোটিয়া ক্রিকেট দল। বাসে একটা টেবিলের ওপর টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা রেখে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিরা গান গাইছেন অধিনায়ক বাভুমাকে নিয়ে। বাভুমাও সেই গান উপভোগ করছেন। আইসিসি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘তাঁর নাম টেম্বা বাভুমা।’
আইসিসি গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আরেকটি রিলস পোস্ট করেছে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। রিলসে দেখা যাচ্ছে, একটা ব্রিফকেস রাখা মার্করাম ও বাভুমার সামনে। ব্রিফকেসে কী আছে, সেটা জানতে দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। মার্করাম এরপর ব্রিফকেস খুলে খুঁজে পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা।
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আইসিসির অন্য এক ভিডিওতে বাভুমা, এনগিদিসহ অন্যান্যদের বিশেষ ব্লেজার পরতে দেখা গেছে। ক্রিকেটারদের ব্লেজারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) লোগো ছিল। লর্ডসে এরপর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা একসঙ্গে বসে ছবি তুলেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা ক্রিকেটাররা স্পর্শ করেছেন। লর্ডসে এই উৎসবে এসেছেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। বাভুমার নেতৃত্বে প্রোটিয়াদের ২৭ বছরের অপেক্ষা ঘুচে যাওয়ায় এখন তিনিই মধ্যমণি।
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে লর্ডসে আইসিসি ডিজিটালে কথা বলেছেন ভিয়ান মুলডার। ২৭ বছর বয়সী প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘সত্যিই গত দুই দিন বেশ ভালো গেছে। এমন উদ্যাপন আগে কখনো আমি করিনি। দল হিসেবে আমরা অনেক আনন্দিত। উদ্যাপন করতে হোম অব ক্রিকেটের চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না। সবাই দারুণ উদ্ যাপন করেছে। কাইল ভেরেইনে, ডেন প্যাটারসন, ডেভিড বেডিংহাম ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দলের ভেতরে ভিন্ন একটা পরিবেশ তৈরি করেছে।’
লর্ডসে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। পাশাপাশি দুই ইনিংসেই ১টি করে উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ১৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন বাভুমা। অন্যদিকে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত যে চারবার আইসিসি ইভেন্টের ফাইনালে রানার্সআপ হয়েছে, তার মধ্যে দুইবারই লর্ডসে। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক এই ভেন্যুতে অজিদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বছর পর এই ভেন্যুতে এবার অজিদের কাঁদাল প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এ সপ্তাহের শনিবার ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রোটিয়ারা সেদিনই করেছে উদ্যাপন। দেশি-বিদেশি অনেক ক্রিকেটারই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
দীর্ঘ ২৭ বছর পর মেজর শিরোপা জয়ের আনন্দ কি এত দ্রুত শেষ হয়! যে লর্ডসে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে দক্ষিণ আফ্রিকা গতকাল ফিরেছে উদ্যাপনকে ভিন্ন এক মাত্রা দিতে। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের উদ্যাপন নিয়ে আইসিসি সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করেছে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসির প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, লন্ডনে বাসে করে ঘুরছে প্রোটিয়া ক্রিকেট দল। বাসে একটা টেবিলের ওপর টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা রেখে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিরা গান গাইছেন অধিনায়ক বাভুমাকে নিয়ে। বাভুমাও সেই গান উপভোগ করছেন। আইসিসি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘তাঁর নাম টেম্বা বাভুমা।’
আইসিসি গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আরেকটি রিলস পোস্ট করেছে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। রিলসে দেখা যাচ্ছে, একটা ব্রিফকেস রাখা মার্করাম ও বাভুমার সামনে। ব্রিফকেসে কী আছে, সেটা জানতে দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। মার্করাম এরপর ব্রিফকেস খুলে খুঁজে পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা।
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আইসিসির অন্য এক ভিডিওতে বাভুমা, এনগিদিসহ অন্যান্যদের বিশেষ ব্লেজার পরতে দেখা গেছে। ক্রিকেটারদের ব্লেজারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) লোগো ছিল। লর্ডসে এরপর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা একসঙ্গে বসে ছবি তুলেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা ক্রিকেটাররা স্পর্শ করেছেন। লর্ডসে এই উৎসবে এসেছেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। বাভুমার নেতৃত্বে প্রোটিয়াদের ২৭ বছরের অপেক্ষা ঘুচে যাওয়ায় এখন তিনিই মধ্যমণি।
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে লর্ডসে আইসিসি ডিজিটালে কথা বলেছেন ভিয়ান মুলডার। ২৭ বছর বয়সী প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘সত্যিই গত দুই দিন বেশ ভালো গেছে। এমন উদ্যাপন আগে কখনো আমি করিনি। দল হিসেবে আমরা অনেক আনন্দিত। উদ্যাপন করতে হোম অব ক্রিকেটের চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না। সবাই দারুণ উদ্ যাপন করেছে। কাইল ভেরেইনে, ডেন প্যাটারসন, ডেভিড বেডিংহাম ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দলের ভেতরে ভিন্ন একটা পরিবেশ তৈরি করেছে।’
লর্ডসে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। পাশাপাশি দুই ইনিংসেই ১টি করে উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ১৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন বাভুমা। অন্যদিকে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত যে চারবার আইসিসি ইভেন্টের ফাইনালে রানার্সআপ হয়েছে, তার মধ্যে দুইবারই লর্ডসে। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক এই ভেন্যুতে অজিদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বছর পর এই ভেন্যুতে এবার অজিদের কাঁদাল প্রোটিয়ারা।
অন্তর্বর্তী সরকারের গত এক বছরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময়ে বোর্ডের সভাপতির তালিকায় নাম দেখা যাবে তিনজনকে! সভাপতি পরিবর্তন, গঠনতন্ত্র সংশোধনের ব্যর্থ উদ্যোগ, আর্থিক বিষয়ে সিদ্ধান্ত, ক্রিকেট প্রশাসনে তামিম ইকবালের আসা নিয়ে নানা জল্পনা-কল্পনা...
৭ মিনিট আগে৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
১২ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
১২ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
১৩ ঘণ্টা আগে