Ajker Patrika

লর্ডসে ফিরে প্রোটিয়াদের জাঁকালো উদ্‌যাপন, আইসিসি কী বলছে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ জুন ২০২৫, ১২: ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা হাতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ছবি: আইসিসি
টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা হাতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ছবি: আইসিসি

অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এ সপ্তাহের শনিবার ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রোটিয়ারা সেদিনই করেছে উদ্‌যাপন। দেশি-বিদেশি অনেক ক্রিকেটারই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘ ২৭ বছর পর মেজর শিরোপা জয়ের আনন্দ কি এত দ্রুত শেষ হয়! যে লর্ডসে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে দক্ষিণ আফ্রিকা গতকাল ফিরেছে উদ্‌যাপনকে ভিন্ন এক মাত্রা দিতে। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের উদ্‌যাপন নিয়ে আইসিসি সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করেছে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসির প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, লন্ডনে বাসে করে ঘুরছে প্রোটিয়া ক্রিকেট দল। বাসে একটা টেবিলের ওপর টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা রেখে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিরা গান গাইছেন অধিনায়ক বাভুমাকে নিয়ে। বাভুমাও সেই গান উপভোগ করছেন। আইসিসি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘তাঁর নাম টেম্বা বাভুমা।’

আইসিসি গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আরেকটি রিলস পোস্ট করেছে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। রিলসে দেখা যাচ্ছে, একটা ব্রিফকেস রাখা মার্করাম ও বাভুমার সামনে। ব্রিফকেসে কী আছে, সেটা জানতে দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। মার্করাম এরপর ব্রিফকেস খুলে খুঁজে পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা।

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আইসিসির অন্য এক ভিডিওতে বাভুমা, এনগিদিসহ অন্যান্যদের বিশেষ ব্লেজার পরতে দেখা গেছে। ক্রিকেটারদের ব্লেজারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) লোগো ছিল। লর্ডসে এরপর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা একসঙ্গে বসে ছবি তুলেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা ক্রিকেটাররা স্পর্শ করেছেন। লর্ডসে এই উৎসবে এসেছেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। বাভুমার নেতৃত্বে প্রোটিয়াদের ২৭ বছরের অপেক্ষা ঘুচে যাওয়ায় এখন তিনিই মধ্যমণি।

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে লর্ডসে আইসিসি ডিজিটালে কথা বলেছেন ভিয়ান মুলডার। ২৭ বছর বয়সী প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘সত্যিই গত দুই দিন বেশ ভালো গেছে। এমন উদ্‌যাপন আগে কখনো আমি করিনি। দল হিসেবে আমরা অনেক আনন্দিত। উদ্‌যাপন করতে হোম অব ক্রিকেটের চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না। সবাই দারুণ উদ্‌ যাপন করেছে। কাইল ভেরেইনে, ডেন প্যাটারসন, ডেভিড বেডিংহাম ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দলের ভেতরে ভিন্ন একটা পরিবেশ তৈরি করেছে।’

লর্ডসে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। পাশাপাশি দুই ইনিংসেই ১টি করে উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ১৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন বাভুমা। অন্যদিকে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত যে চারবার আইসিসি ইভেন্টের ফাইনালে রানার্সআপ হয়েছে, তার মধ্যে দুইবারই লর্ডসে। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক এই ভেন্যুতে অজিদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বছর পর এই ভেন্যুতে এবার অজিদের কাঁদাল প্রোটিয়ারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত