Ajker Patrika

আইপিএলে খেলতে পারবেন না পন্ত, বলছেন সৌরভ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭: ২৯
আইপিএলে খেলতে পারবেন না পন্ত, বলছেন সৌরভ

হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্ত। ফলে এবারের আইপিএলে দলটির অধিনায়ককে ছাড়াই খেলতে হবে দিল্লি ক্যাপিটালসকে। ভারতীয় ব্যাটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলী।

কলকাতায় সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘আইপিএলে খেলতে পারবেন না পন্ত। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমি যুক্ত আছি। দুর্দান্ত একটা আইপিএল হবে (দলের জন্য)। আমরা ভালো করব। তবে পন্তের চোটের প্রভাব দিল্লির ওপর পড়বে।’ 

কিছুদিন আগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৌরভ। ২০১৯ সালে দলটির পরামর্শক হিসেবে কাজ করেছিলেন তিনি। পরে যদিও স্বার্থের সংঘাতে সেই পদ থেকে সরে আসতে হয় তাঁকে। কেননা, সে সময় বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

পন্তের না থাকা দিল্লির জন্য বড় ক্ষতির। ২০২১ আইপিএলের মাঝ থেকেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এবার তাঁর না থাকায় নতুন অধিনায়ক খুঁজতে হবে দলটিকে। এর জন্য যথেষ্ট সময় পাবে দলটি। আগামী মার্চ-এপ্রিলে আইপিএলের ১৬তম আসর হতে যাচ্ছে। 

দেরাদুন থেকে বাড়ি ফেরার পথে গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্ত। চলন্ত অবস্থায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় তাঁর গাড়ি। গাড়িটি পুড়ে গেলেও বড় রকমের দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি। বর্তমানে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে বিসিসিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত