Ajker Patrika

‘তালেবান আতঙ্কে’ স্থগিত আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২: ৪৪
‘তালেবান আতঙ্কে’ স্থগিত আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে দেশটিতে। সেটি নিয়ে শঙ্কায় ছিল প্রতিবেশী দেশ পাকিস্তানও।

ভয়াবহ পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হলো। সংকটাপন্ন পরিস্থিতি ও ক্রিকেটারদের মানসিক অবস্থা বিবেচনায় এনে স্থগিত করে দেওয়া হলো সিরিজ।

সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কার হাম্বানটোটায় মুখোমুখি হওয়ার কথা ছিল রশিদ খান-বাবর আজমদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিরিজটি অনির্দিষ্টকালের জন্য পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সিরিজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করতে গিয়ে এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বলেন, ‘ক্রিকেটারদের মানসিক অবস্থা মাথায় রেখে সিরিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দুই পক্ষের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও (এসএলসি) আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাঁদের এই সিদ্ধান্ত সম্পর্কে আইসিসিও অবগত বলে জানিয়েছেন তিনি।

হামিদ বলেন, ‘সোমবার সন্ধ্যায় পিসিবির সঙ্গে আলোচনায় আমরা সিরিজ পেছানোর প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পিসিবি তাতে সম্মতি জানিয়েছে। তারা আমাদের সহযোগিতারও আশ্বাস দিয়েছে। পাশে রয়েছে শ্রীলঙ্কার বোর্ডও। আইসিসিকেও জানিয়েছি, ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত