অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা সিরিজ জয় তো দূরে থাক, তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।
৯৫, ৯৭ ও ৮৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোরকার্ড এমনই। বাংলাদেশ এত রান করতে পেরেছে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের উদারতার কারণেই। তিন ম্যাচ মিলিয়ে অতিরিক্ত ৬৩ রান দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ ৪৪ রান করেছেন জ্যোতি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস বাংলাদেশের অধিনায়কেরই। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্বাগতিকদের বাঁহাতি স্পিনার নাহিদা আকতারের। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের কতটা ভরাডুবি হয়েছে।
মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে জেতে অজিরা। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’
২০২৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০২৩ সালের বছরের জুলাইতে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডেতে এবার অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে যায়। জ্যোতির মতে, মনস্তাত্বিক দিক থেকেই পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন,
‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা সিরিজ জয় তো দূরে থাক, তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।
৯৫, ৯৭ ও ৮৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোরকার্ড এমনই। বাংলাদেশ এত রান করতে পেরেছে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের উদারতার কারণেই। তিন ম্যাচ মিলিয়ে অতিরিক্ত ৬৩ রান দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ ৪৪ রান করেছেন জ্যোতি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস বাংলাদেশের অধিনায়কেরই। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্বাগতিকদের বাঁহাতি স্পিনার নাহিদা আকতারের। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের কতটা ভরাডুবি হয়েছে।
মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে জেতে অজিরা। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’
২০২৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০২৩ সালের বছরের জুলাইতে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডেতে এবার অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে যায়। জ্যোতির মতে, মনস্তাত্বিক দিক থেকেই পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন,
‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে