Ajker Patrika

সাইমের অলরাউন্ড ঝলকে পাকিস্তানের দারুণ জয়

ক্রীড়া ডেস্ক    
৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। ছবি: সংগৃহীত
৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। ছবি: সংগৃহীত

হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলে টানা ৮ ম্যাচে হেরেছে। পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা সুখকর হয়নি তাদের। আজ লডারহিলে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে হেরেছে তারা। সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সাইমের ফিফটি, ফখর জামান-হাসান নওয়াজদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ১৭৮ রান তোলে সফরকারীরা। জবাবে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হারের বড় কারণ ছিল—দুই ওপেনার জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রুর মন্থর ব্যাটিং। চার্লস ৩৬ বলে করেছেন ৩৫ রান, জুয়েল ৩৩ বলে করেন ৩৫ রান। মিডল অর্ডার ব্যাপাররাও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে জেসন হোল্ডার ও শামার জোসেফ কিছুটা লড়াই করেছেন। তবে রানের তুলনায় বল ছিল কম। হোল্ডার ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান অপরাজিত থাকেন। জোসেফ ১২ বলে করেন ২১ রান।

পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ২৩ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাইম।

তার আগে সাইমের ৩৮ বলে ৫৭, ফখরের ২৪ বলে ২৮, হাসানের ১৮ বলে ২৪ রানে কল্যাণে ১৭৮ রান তোলে পাকিস্তান। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন জোসেফ। ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৫৭ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন সাইম আইয়ুব। আগামী পরশু একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখা হবে এ দুই দলের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত