প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ভারত। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ৪ উইকেটে হেরেছে ঋষভ পন্তের দল।
কটাকে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই হারে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারত।
লক্ষ্য তাড়ায় শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। ২৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। অধিনায়ক টেম্বা বাভুমা ও হেনরিক ক্লাসেন সেই ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন। দলীয় ৯৩ রানে ফেরেন বাভুমা (৩৫)। দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে ফিরে যান ক্লাসেনও। ৪৬ বলে ৮১ রান করেন এই ব্যাটার। পরে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। ভারতের হয়ে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন ভুবনেশ্বর।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ রানেই ঋতুরাজ গায়কোয়াদকে হারায় ভারত। এরপর স্বাগতিকদের এগিয়ে নেন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। ৩৪ রান করে আউট ঈশান। বেশি অবদান রাখতে পারেননি অধিনায়ক পান্ত ও হার্দিক পান্ডিয়াও। আইয়ারের ৪০ ও দিনেশ কার্তিকের ৩০ রানে লড়াইয়ের পুঁজি পায় ভারত।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ভারত। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ৪ উইকেটে হেরেছে ঋষভ পন্তের দল।
কটাকে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই হারে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারত।
লক্ষ্য তাড়ায় শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। ২৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। অধিনায়ক টেম্বা বাভুমা ও হেনরিক ক্লাসেন সেই ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন। দলীয় ৯৩ রানে ফেরেন বাভুমা (৩৫)। দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে ফিরে যান ক্লাসেনও। ৪৬ বলে ৮১ রান করেন এই ব্যাটার। পরে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। ভারতের হয়ে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন ভুবনেশ্বর।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ রানেই ঋতুরাজ গায়কোয়াদকে হারায় ভারত। এরপর স্বাগতিকদের এগিয়ে নেন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। ৩৪ রান করে আউট ঈশান। বেশি অবদান রাখতে পারেননি অধিনায়ক পান্ত ও হার্দিক পান্ডিয়াও। আইয়ারের ৪০ ও দিনেশ কার্তিকের ৩০ রানে লড়াইয়ের পুঁজি পায় ভারত।
জেতার জন্য ভালো খেলতে তো হয়ই, থাকতে হয় লড়াইয়ের মানসিকতাও। এশিয়া কাপের সুপার ফোরে পরশু পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের সেই মানসিকতা কি ছিল বাংলাদেশের? খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে। দারুণ ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের সমন্বয় খুব কম ম্যাচে হয় বাংলাদেশের। একদিন ভালো ব্যাটিং তো বাজে বোলিং ও ফিল্ডিং...
১ ঘণ্টা আগেসময়ের ব্যবধানে সম্পর্ক কীভাবেই না বদলে যায়! একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা খেলেছিলেন সতীর্থ হিসেবে। রিয়াল মাদ্রিদের হয়ে কত শত জয়ের সাক্ষী ছিলেন এই দুই তারকা। কিন্তু সৌদি প্রো লিগে তাঁরা বনে গেলেন প্রতিপক্ষ।
২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ সাফের ফাইনালে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি মানেই যেন বাংলাদেশের কাছে একরাশ হতাশা। দ্বিপক্ষীয় সিরিজ তো রয়েছেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ—মেজর টুর্নামেন্টেও বাংলাদেশ একের পর এক বাজে নজির স্থাপন করছে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে একটা পরিস্থিতিতে এখনো পড়েননি লিটন দাস-জাকের আলী অনিকরা।
৩ ঘণ্টা আগে