Ajker Patrika

লঙ্কা লিগে শরীফুল, কবে মুখোমুখি হবেন মোস্তাফিজ-তাসকিনদের  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৫: ৩৭
লঙ্কা লিগে শরীফুল, কবে মুখোমুখি হবেন মোস্তাফিজ-তাসকিনদের  

২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি শরীফুল ইসলামকে। হঠাৎ করে লঙ্কা লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছে ক্যান্ডি ফ্যালকসন।  
 
এলপিএলে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজই রওনা দেওয়ার কথা শরীফুলের। তাতে হয়তো ৬ জুলাই দেখা যাবে তাসকিন আহমেদ ও শরীফুলের মুখোমুখি লড়াই। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ। কলম্বো স্ট্রাইকার্সে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন তাসকিন আহমেদ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই শরীফুল ২০২৩ এলপিএলে খেলেছিলেন। শরীফুলের সাবেক ফ্র্যাঞ্চাইজি গতকাল একাদশে রাখেনি তাসকিনকে।  পাল্লেকেলেতে গত রাতে ক্যান্ডিকে ৫১ রানে হারিয়েছে কলম্বো।  

এবারের এলপিএলে তাসকিন-শরীফুলসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।  মোস্তাফিজ-হৃদয়দের বিপক্ষে শরীফুলের ম্যাচ ১৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসায় সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ডাম্বুলা-ক্যান্ডি ম্যাচ। দুই দলের প্রথম দেখায় হেসেখেলে জিতেছে ক্যান্ডি। পাল্লেকেলেতে পরশু প্রথমে ব্যাটিং করে ডাম্বুলা করেছিল ৪ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্ডি ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ করেছে। হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়েছেন। মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ৪৪ রান, নিয়েছেন ১ উইকেট।  

এলপিএলে আরও দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই ডাম্বুলাতে মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স।  এ দুই দলের ফিরতি লড়াই হবে ১৬ জুলাই কলম্বোতে। মোস্তাফিজ, তাসকিন, হৃদয়, শরীফুল যদি সুযোগ পেয়ে ভালোমতো কাজে লাগাতে পারেন, তাহলে এলপিএলের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত খেলার সম্ভাবনা রয়েছে। 

এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে সূচি

                                                     তারিখ                  ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স            ৬ জুলাই                 বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স                ৭ জুলাই                 রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স-ক্যান্ডি ফ্যালকনস              ১৫ জুলাই               বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স                ১৬ জুলাই                 রাত ৮টা

ডাম্বুলা সিক্সার্স: মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়
ক্যান্ডি ফ্যালকনস: শরীফুল ইসলাম
লম্বো স্ট্রাইকার্স: তাসকিন আহমেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত