নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি শরীফুল ইসলামকে। হঠাৎ করে লঙ্কা লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছে ক্যান্ডি ফ্যালকসন।
এলপিএলে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজই রওনা দেওয়ার কথা শরীফুলের। তাতে হয়তো ৬ জুলাই দেখা যাবে তাসকিন আহমেদ ও শরীফুলের মুখোমুখি লড়াই। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ। কলম্বো স্ট্রাইকার্সে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন তাসকিন আহমেদ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই শরীফুল ২০২৩ এলপিএলে খেলেছিলেন। শরীফুলের সাবেক ফ্র্যাঞ্চাইজি গতকাল একাদশে রাখেনি তাসকিনকে। পাল্লেকেলেতে গত রাতে ক্যান্ডিকে ৫১ রানে হারিয়েছে কলম্বো।
এবারের এলপিএলে তাসকিন-শরীফুলসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস। মোস্তাফিজ-হৃদয়দের বিপক্ষে শরীফুলের ম্যাচ ১৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসায় সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ডাম্বুলা-ক্যান্ডি ম্যাচ। দুই দলের প্রথম দেখায় হেসেখেলে জিতেছে ক্যান্ডি। পাল্লেকেলেতে পরশু প্রথমে ব্যাটিং করে ডাম্বুলা করেছিল ৪ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্ডি ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ করেছে। হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়েছেন। মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ৪৪ রান, নিয়েছেন ১ উইকেট।
এলপিএলে আরও দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই ডাম্বুলাতে মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স। এ দুই দলের ফিরতি লড়াই হবে ১৬ জুলাই কলম্বোতে। মোস্তাফিজ, তাসকিন, হৃদয়, শরীফুল যদি সুযোগ পেয়ে ভালোমতো কাজে লাগাতে পারেন, তাহলে এলপিএলের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত খেলার সম্ভাবনা রয়েছে।
এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ৬ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ৭ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স-ক্যান্ডি ফ্যালকনস ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ১৬ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স: মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়
ক্যান্ডি ফ্যালকনস: শরীফুল ইসলাম
কলম্বো স্ট্রাইকার্স: তাসকিন আহমেদ
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি শরীফুল ইসলামকে। হঠাৎ করে লঙ্কা লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছে ক্যান্ডি ফ্যালকসন।
এলপিএলে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজই রওনা দেওয়ার কথা শরীফুলের। তাতে হয়তো ৬ জুলাই দেখা যাবে তাসকিন আহমেদ ও শরীফুলের মুখোমুখি লড়াই। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ। কলম্বো স্ট্রাইকার্সে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন তাসকিন আহমেদ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই শরীফুল ২০২৩ এলপিএলে খেলেছিলেন। শরীফুলের সাবেক ফ্র্যাঞ্চাইজি গতকাল একাদশে রাখেনি তাসকিনকে। পাল্লেকেলেতে গত রাতে ক্যান্ডিকে ৫১ রানে হারিয়েছে কলম্বো।
এবারের এলপিএলে তাসকিন-শরীফুলসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস। মোস্তাফিজ-হৃদয়দের বিপক্ষে শরীফুলের ম্যাচ ১৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসায় সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ডাম্বুলা-ক্যান্ডি ম্যাচ। দুই দলের প্রথম দেখায় হেসেখেলে জিতেছে ক্যান্ডি। পাল্লেকেলেতে পরশু প্রথমে ব্যাটিং করে ডাম্বুলা করেছিল ৪ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্ডি ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ করেছে। হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়েছেন। মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ৪৪ রান, নিয়েছেন ১ উইকেট।
এলপিএলে আরও দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই ডাম্বুলাতে মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স। এ দুই দলের ফিরতি লড়াই হবে ১৬ জুলাই কলম্বোতে। মোস্তাফিজ, তাসকিন, হৃদয়, শরীফুল যদি সুযোগ পেয়ে ভালোমতো কাজে লাগাতে পারেন, তাহলে এলপিএলের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত খেলার সম্ভাবনা রয়েছে।
এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ৬ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ৭ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স-ক্যান্ডি ফ্যালকনস ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ১৬ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স: মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়
ক্যান্ডি ফ্যালকনস: শরীফুল ইসলাম
কলম্বো স্ট্রাইকার্স: তাসকিন আহমেদ
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২৬ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে