বিরাট কোহলির পর পূর্ণ মেয়াদে ভারতের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে গতকাল জয় দিয়ে শুরু করেছেন রোহিত। সব বিভাগে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ভারত। রোহিতের অধিনায়কত্বে খুশি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
পরে ব্যাটিংয়েও দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন রোহিত। তবে রান পাননি সদ্য সাবেক হওয়া কোহলি। চার বলে দুই চারে ৮ রান করে আউট হয়েছেন তিনি। রোহিতে খুশি হলেও কোহলির ওপর যারপরনাই বিরক্ত গাভাস্কার।
বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা গাভাস্কার কোহলিকে নিয়ে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলাররাও একই পরিকল্পনা নিয়েছিল। শর্ট বলে কোহলির স্বাভাবিক প্রবৃত্তি হলো পুল শট খেলা। বল ছাড়তে পারে না। এই ধরনের শট খেলার ক্ষেত্রে সব সময় নিয়ন্ত্রণ থাকে না। কারণ কখনো বল একটু বেশি লাফায়। গতির হেরফের হয়। মোতেরাতেও সেটাই হয়েছে। পরের দুই ম্যাচেও কোহলিকে এই ধরনের বল বেশি খেলতে হবে। ওকে তাই বল ছাড়া শিখতে হবে। না হলে এ ভাবেই আউট হওয়ার সুযোগ থাকবে।’
রোহিতকে নিয়েও কথা বলেছেন গাভাস্কার। অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা ভালো হয়েছে জানিয়ে সাবেক এই ভারত অধিনায়ক বলেছেন, ‘টস থেকে সব কাজ সঠিক করেছে রোহিত। প্রথমে টস জিতেছে। এরপর বোলারদের ঠিক সময়ে ব্যবহার করে উইকেট তুলে নিয়েছে। অল্প রান তাড়া করতে নেমে শুরুতে সে নিজে রান করেছে। সব দিক থেকে সফল রোহিত। তাই আমি ওকে ১০-এ ৯.৯৯ দেব।’
বিরাট কোহলির পর পূর্ণ মেয়াদে ভারতের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে গতকাল জয় দিয়ে শুরু করেছেন রোহিত। সব বিভাগে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ভারত। রোহিতের অধিনায়কত্বে খুশি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
পরে ব্যাটিংয়েও দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন রোহিত। তবে রান পাননি সদ্য সাবেক হওয়া কোহলি। চার বলে দুই চারে ৮ রান করে আউট হয়েছেন তিনি। রোহিতে খুশি হলেও কোহলির ওপর যারপরনাই বিরক্ত গাভাস্কার।
বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা গাভাস্কার কোহলিকে নিয়ে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলাররাও একই পরিকল্পনা নিয়েছিল। শর্ট বলে কোহলির স্বাভাবিক প্রবৃত্তি হলো পুল শট খেলা। বল ছাড়তে পারে না। এই ধরনের শট খেলার ক্ষেত্রে সব সময় নিয়ন্ত্রণ থাকে না। কারণ কখনো বল একটু বেশি লাফায়। গতির হেরফের হয়। মোতেরাতেও সেটাই হয়েছে। পরের দুই ম্যাচেও কোহলিকে এই ধরনের বল বেশি খেলতে হবে। ওকে তাই বল ছাড়া শিখতে হবে। না হলে এ ভাবেই আউট হওয়ার সুযোগ থাকবে।’
রোহিতকে নিয়েও কথা বলেছেন গাভাস্কার। অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা ভালো হয়েছে জানিয়ে সাবেক এই ভারত অধিনায়ক বলেছেন, ‘টস থেকে সব কাজ সঠিক করেছে রোহিত। প্রথমে টস জিতেছে। এরপর বোলারদের ঠিক সময়ে ব্যবহার করে উইকেট তুলে নিয়েছে। অল্প রান তাড়া করতে নেমে শুরুতে সে নিজে রান করেছে। সব দিক থেকে সফল রোহিত। তাই আমি ওকে ১০-এ ৯.৯৯ দেব।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে