‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে কী করে, তা বোঝা মুশকিল। সবাইকে চমকে দিয়ে শিরোপা যেমন জিতে নেয় তারা, তেমনি সহজ সুযোগ পেয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাড়াতাড়ি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমে গেছে গ্রুপ পর্বেই। এশিয়ার দলটি তাড়াতাড়ি বাদ পড়ায় হতাশ তামিম ইকবাল।
ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল এই চার দল। একমাত্র ভারত ছাড়া বাকি দলগুলো তুলনামূলক সহজই। তবু পাকিস্তান প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি। সুপার ওভারের রোমাঞ্চে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে হারে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রানও টপকাতে পারেনি তারা। কানাডার সঙ্গে জিতে ২ পয়েন্ট পেয়েছে ঠিকই। তবে ফ্লোরিডায় বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বেজে যায় বাবর আজমদের। নিয়মরক্ষার ম্যাচে আজ ফ্লোরিডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড ম্যাচের আগে তামিম নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় হতে দেখে খারাপ লাগছে। আশা করি সামনে তারা আরও ভালো খেলবে। শহিদ আফ্রিদির মতো সিনিয়ররা পথ দেখাবেন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। মানসিকতার দিক থেকেই পাকিস্তান এবার ধরা খেয়েছে বলে মনে করছেন ইমাদ। পাকিস্তানের বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার মতে, আমাদের হারার কারণ (বিশ্বকাপে) মানসিক। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হবে এবং নতুন কিছু করতে হবে। এখানে সবকিছুই মানসিকতার ব্যাপার। অন্য দলগুলো তাদের মানসিকতা বদলেছে। তাদের থেকে পিছিয়ে আছি। কারণ, আমাদের চিন্তাভাবনা বদলায়নি।’
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে কী করে, তা বোঝা মুশকিল। সবাইকে চমকে দিয়ে শিরোপা যেমন জিতে নেয় তারা, তেমনি সহজ সুযোগ পেয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাড়াতাড়ি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমে গেছে গ্রুপ পর্বেই। এশিয়ার দলটি তাড়াতাড়ি বাদ পড়ায় হতাশ তামিম ইকবাল।
ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল এই চার দল। একমাত্র ভারত ছাড়া বাকি দলগুলো তুলনামূলক সহজই। তবু পাকিস্তান প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি। সুপার ওভারের রোমাঞ্চে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে হারে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রানও টপকাতে পারেনি তারা। কানাডার সঙ্গে জিতে ২ পয়েন্ট পেয়েছে ঠিকই। তবে ফ্লোরিডায় বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বেজে যায় বাবর আজমদের। নিয়মরক্ষার ম্যাচে আজ ফ্লোরিডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড ম্যাচের আগে তামিম নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় হতে দেখে খারাপ লাগছে। আশা করি সামনে তারা আরও ভালো খেলবে। শহিদ আফ্রিদির মতো সিনিয়ররা পথ দেখাবেন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। মানসিকতার দিক থেকেই পাকিস্তান এবার ধরা খেয়েছে বলে মনে করছেন ইমাদ। পাকিস্তানের বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার মতে, আমাদের হারার কারণ (বিশ্বকাপে) মানসিক। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হবে এবং নতুন কিছু করতে হবে। এখানে সবকিছুই মানসিকতার ব্যাপার। অন্য দলগুলো তাদের মানসিকতা বদলেছে। তাদের থেকে পিছিয়ে আছি। কারণ, আমাদের চিন্তাভাবনা বদলায়নি।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে