Ajker Patrika

মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য এবার বরিশালে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৩০
মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য এবার বরিশালে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও চাহিদা কমেনি মুশফিকুর রহিমের। বিপিএলের ড্রাফটে সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে আছেন তিনি। আজ সুযোগ পেয়েই ড্রাফট থেকে তাঁকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। 

এতে নিশ্চিত হয়েছে দুই ভায়রা ভাইয়ের একসঙ্গে একই দলের হয়ে বিপিএলে খেলা। সর্বশেষ সংস্করণে বরিশালের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারও অভিজ্ঞ এই ব্যাটারকে ধরে রেখেছে দল। তাঁর সঙ্গে এবার যোগ দিলেন মুশফিক। পরে সৌম্য সরকারকেও দলে নিয়েছে বরিশাল। ড্রাফট শুরুর আগে তামিম ইকবালের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ফরচুন বরিশাল। আগামী বছর বিপিএলে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ওপেনার। 

বিপিএলের দশম আসরে ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন মুশফিক। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির মূল্য ছিল ৮০ লাখ টাকা। বরিশালে তামিম-মাহমুদউল্লাহ ছাড়াও সতীর্থ হিসেবে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, খালেদকে। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে শোয়েব মালিক, মোহাম্মদ আমির, পল স্টার্লিং ও ফখর জামানদের। 

সর্বশেষ টুর্নামেন্টে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন মুশফিক। ২ ফিফটিতে করেছেন ৩৫৭ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনালে পেয়েছিলেন ফিফটি। পরে ৭ উইকেটে হেরে যাওয়ায় তাঁর ফিফটি দলের কোনো কাজে আসেনি। এতে করে শিরোপার স্বাদও পূরণ হয়নি তাঁর। এবার সেই আশা পূরণ করতে বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...