চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। আজ তৃতীয় দিন বাংলাদেশ দলকে কত বড় লক্ষ্য ছুড়ে দেবে তারা, সেটাই দেখার অপেক্ষা। গতকাল ৩০৮ রানের লিড নিয়ে আজ ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াচ্ছে ভারত।
ঋষভ পন্ত ও শুভমান গিলের অসাধারণ ব্যাটিংয়ের সামনে একরকম অসহায় বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশনে কোনো উইকেট নিতে পারেননি তাঁরা। বিপরীতে পন্ত-গিল যোগ করেছেন আজ ১২৪ রান। দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। সব মিলিয়ে স্বাগতিকদের লিড হলো ৪৩২ রান।
পন্ত ও গিল দুজনই হাঁটছেন সেঞ্চুরির পথে। গিল ১৩৭ বলে ৮৬, পন্ত ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন। ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের ১৩৮ রানের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা।
ইনিংসের ৪৯তম ওভারে জুটি ভাঙার দারুণ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহজ ক্যাচ হাতছাড়া করলেন। সাকিব আল হাসানের বলে স্লগসুইপ খেলতে গিয়ে বেশ ওপরে বল তুলে দেন পন্ত। মিড উইকেটে শান্ত যথেষ্ট সময় পেয়েও বল হাতে জমা করতে পারেননি, জীবন দিলেন পন্তকে। তাতে বোলারদের দিশেহারা একটা সেশনই পার করতে হলো।
গতকাল তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের তিন ব্যাটার—রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির উইকেট হারায় ভারত। দুই শতাধিক রানে এগিয়ে থাকা দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শুরু করে তারা। দ্রুত রান তুলতে গিয়ে তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে থার্ড স্লিপে জাকির হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত।
সপ্তম ওভারে নাহিদ রানার বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন জয়সওয়াল। একটু দুর্ভাগ্য কোহলির। দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে রুম বানিয়ে স্কয়ার লেগ দিয়ে মেহেদী হাসান মিরাজের বলে দারুণ এক চার মারলেন বিরাট কোহলি। মিরাজ পরের বলটি করলেন কিছুটা গতিময় ফুল লেন্থের। কোহলি দ্রুত চেষ্টা করেও বল ফেরাতে পারেননি, প্যাডে গিয়ে লাগে।
মিরাজ-লিটনদের এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়ে কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কোহলি এগিয়ে এসে অপর প্রান্তে থাকা শুভমান গিলের কাছে পরামর্শ চাইলেন রিভিউ নেবেন কি না। হাঁটুর নিচের বল মিডল স্টাম্পেই ছিল। গিল অবশ্য রিভিউ নেওয়ার ব্যাপারে সায় দেননি।
সতীর্থের সায় না পেয়ে ১৭ রান করে ড্রেসিংরুমে ফিরলেন কোহলি। এর পরই টিভি রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে কোহলির ব্যাটেও লেগেছিল বল। রিভিউ নিলে নিশ্চিত আউট হতেন না এই অভিজ্ঞ ব্যাটার।
আজও দ্রুত রান তুলছেন ভারতের ব্যাটাররা। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ওভারপ্রতি তাঁদের রান তোলার হার ৪.৪২।
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। আজ তৃতীয় দিন বাংলাদেশ দলকে কত বড় লক্ষ্য ছুড়ে দেবে তারা, সেটাই দেখার অপেক্ষা। গতকাল ৩০৮ রানের লিড নিয়ে আজ ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াচ্ছে ভারত।
ঋষভ পন্ত ও শুভমান গিলের অসাধারণ ব্যাটিংয়ের সামনে একরকম অসহায় বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম সেশনে কোনো উইকেট নিতে পারেননি তাঁরা। বিপরীতে পন্ত-গিল যোগ করেছেন আজ ১২৪ রান। দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। সব মিলিয়ে স্বাগতিকদের লিড হলো ৪৩২ রান।
পন্ত ও গিল দুজনই হাঁটছেন সেঞ্চুরির পথে। গিল ১৩৭ বলে ৮৬, পন্ত ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন। ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের ১৩৮ রানের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা।
ইনিংসের ৪৯তম ওভারে জুটি ভাঙার দারুণ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহজ ক্যাচ হাতছাড়া করলেন। সাকিব আল হাসানের বলে স্লগসুইপ খেলতে গিয়ে বেশ ওপরে বল তুলে দেন পন্ত। মিড উইকেটে শান্ত যথেষ্ট সময় পেয়েও বল হাতে জমা করতে পারেননি, জীবন দিলেন পন্তকে। তাতে বোলারদের দিশেহারা একটা সেশনই পার করতে হলো।
গতকাল তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের তিন ব্যাটার—রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির উইকেট হারায় ভারত। দুই শতাধিক রানে এগিয়ে থাকা দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শুরু করে তারা। দ্রুত রান তুলতে গিয়ে তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে থার্ড স্লিপে জাকির হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত।
সপ্তম ওভারে নাহিদ রানার বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন জয়সওয়াল। একটু দুর্ভাগ্য কোহলির। দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে রুম বানিয়ে স্কয়ার লেগ দিয়ে মেহেদী হাসান মিরাজের বলে দারুণ এক চার মারলেন বিরাট কোহলি। মিরাজ পরের বলটি করলেন কিছুটা গতিময় ফুল লেন্থের। কোহলি দ্রুত চেষ্টা করেও বল ফেরাতে পারেননি, প্যাডে গিয়ে লাগে।
মিরাজ-লিটনদের এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়ে কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কোহলি এগিয়ে এসে অপর প্রান্তে থাকা শুভমান গিলের কাছে পরামর্শ চাইলেন রিভিউ নেবেন কি না। হাঁটুর নিচের বল মিডল স্টাম্পেই ছিল। গিল অবশ্য রিভিউ নেওয়ার ব্যাপারে সায় দেননি।
সতীর্থের সায় না পেয়ে ১৭ রান করে ড্রেসিংরুমে ফিরলেন কোহলি। এর পরই টিভি রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে কোহলির ব্যাটেও লেগেছিল বল। রিভিউ নিলে নিশ্চিত আউট হতেন না এই অভিজ্ঞ ব্যাটার।
আজও দ্রুত রান তুলছেন ভারতের ব্যাটাররা। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ওভারপ্রতি তাঁদের রান তোলার হার ৪.৪২।
বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
২ ঘণ্টা আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
৩ ঘণ্টা আগে