Ajker Patrika

আবারও ভারতের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন 

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১: ১৯
আবারও ভারতের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন 

মিরপুরে হারমানপ্রীত কৌরের বিতর্কিত আচরণ নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব।পরশু বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিংকে ধুয়ে দিয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক। মিরপুরের রেশ কাটতে না কাটতেই কলম্বোতে গতকাল ভারতের ম্যাচে আবারও আম্পায়ারিং নিয়ে উঠেছে প্রশ্ন।

কলম্বোর প্রেমাদাসায় ২০২৩ ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল ভারত ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’ দল। ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে ভারতীয় ব্যাটার সাই সুদর্শন পুল করেছিলেন আরশাদ ইকবালকে। হাওয়ায় ভাসা বল সহজেই লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। হারিস ক্যাচ ধরার পর আরশাদ নো বল করেছেন কি না তা চেক করা হয়। রিপ্লেতে দেখা গেছে, আরশাদের সামনের পা দাগের অনেকটা বাইরে। টিভি আম্পায়ার অনেকক্ষণ দেখার পর তাঁকে (সুদর্শন) আউট ঘোষণা করেন। তবে ম্যাচটা যখন ভারত-পাকিস্তান ফাইনাল, তখন এমন ঘটনা নিয়ে আলোচনা কি এত সহজে থেমে যায়? এই আউট নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা একে নো বল দাবি করছেন। মুফাদ্দাল ভোহরা নামের একজন টুইট করেছেন, ‘তৃতীয় আম্পায়ার এটিকে বৈধ ডেলিভারি হিসেবে দেখছেন।’ কারও মতে প্রতারণার শিকার হয়েছেন সুদর্শন, ‘সাইয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এখনকার দিনের আম্পায়ারিং’। এটা লেখার পর স্যালুটের ইমোজি জুড়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের দেওয়া ৩৫৩ রানের লক্ষ্যে শুরুটা অবশ্য আক্রমণাত্মক ছিল ভারতের। সাই সুদর্শন, অভিষেক শর্মা-দুই ভারতীয় ওপেনার বেধড়ক পেটাচ্ছিলেন পাকিস্তানি বোলারদের। তবু এই ম্যাচ বেশ সহজেই জিতেছে পাকিস্তান। ৪০ ওভারে ২২৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। ১২৮ রানের জয়ে টানা দুইবার ইমার্জিং এশিয়া কাপ জিতল পাকিস্তান। ২০১৯ সালে বাংলাদেশকে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছিল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত