Ajker Patrika

নারী ক্রিকেটারদের সন্তানদেরও যত্ন নেবে পিসিবি

আপডেট : ০৫ মে ২০২১, ১৬: ০৭
নারী ক্রিকেটারদের সন্তানদেরও যত্ন নেবে পিসিবি

ঢাকা: ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছে আইসিসি। সদস্য দেশগুলোও এ ব্যাপারে উদ্যোগী। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন নীতি ঘোষণা করেছে। মেয়েদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধার সঙ্গে ভ্রমণের সময় শিশুর যত্নের ব্যাপারেও নতুন উদ্যোগ নিয়েছে পিসিবি।

এখন থেকে মাতৃত্বকালীন ছুটি শুরু হওয়ার আগেই নিজেকে খেলার বাইরে রাখতে পারবেন পাকিস্তানের নারী খেলোয়াড়েরা। মাতৃত্বকালীন ছুটি হিসেবে ১২ মাস ছুটিতে থাকতে পারবেন তাঁরা। এই সময়ে খেলোয়াড়েরা চুক্তির পুরো অর্থই পাবেন। একই সঙ্গে পরের বছর চুক্তি বাড়ানোর নিশ্চয়তাও দেবে জানিয়েছে পিসিবি। পুরুষ খেলোয়াড়েরাও চাইলে ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারবেন। এই সময় তাঁরাও প্রাপ্য বেতন পাবেন।

এক বিবৃতিতে পিসিবি আরও জানিয়েছে, নারী খেলোয়াড়েরা দলের হয়ে বিদেশ সফরে গেলে বাচ্চার খরচের সব দায়িত্বই নেবে ক্রিকেট বোর্ড। এসব নীতিমালার প্রথম সুবিধাভোগী খেলোয়াড় হবেন বিসমাহ মারুফ। বছরের শুরুর দিকে ডাক্তারের পরামর্শ নিয়ে অনির্দিষ্টকালের ছুটিতে যান পাকিস্তান নারী দলের অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে বলেছেন, ‘পিসিবি ক্রিকেটারদের প্রতি সব সময় যত্নশীল।’ পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে এটা অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন ওয়াসিম। তিনি আরও বলেছেন, ‘খেলোয়াড়বান্ধব এসব নীতি খেলোয়াড়দের ক্যারিয়ারের প্রতি আরও সচেতন করে তুলবে। তাঁদের আরও নিশ্চিন্তে খেলার তাগিদ জোগাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত