Ajker Patrika

মাহমুদউল্লাহ বাংলাদেশের ড্রেসিংরুম অনেক চাঙা রাখেন, বলছেন শরীফুল

আপডেট : ০৫ জুন ২০২৪, ২০: ০০
মাহমুদউল্লাহ বাংলাদেশের ড্রেসিংরুম অনেক চাঙা রাখেন, বলছেন শরীফুল

বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ বন্ধুত্বপূর্ণ করে রাখতে মাহমুদউল্লাহ রিয়াদের যে জুড়ি মেলা ভার, তা কদিন আগে শোনা গেছে শেখ মেহেদী হাসান ও লিটন দাসের কথায়। মাহমুদউল্লাহর প্রশংসা এবার শরীফুল ইসলামের মুখেও। 

বয়স, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সংখ্যা—দুটি দিক থেকেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এবার তিনি খেলতে যাচ্ছেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে শরীফুল এবার খেলতে যাচ্ছেন তৃতীয়বারের মতো। মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর (শরীফুল) বয়সের ব্যবধান ১৫ বছর হলেও শরীফুলের কাছে তা মনেই হয় না। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি আজ প্রচার করেছে শরীফুলের সাক্ষাৎকার। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘সত্যি বলতে দলে আমরা খুব কমই সিনিয়র-জুনিয়র দেখি। সবাই মনে করি এটা একটা পরিবার। বন্ধুর মতো আচরণ সবার। রিয়াদ ভাই কিন্তু সবার সঙ্গে ভালো মেশেন। তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড়। আমাদের সঙ্গে এমনভাবে মেশেন, মনেই হয় না যে তিনি ভিন্ন বয়সের। দলকে একেবারে চাঙা করে রাখেন। মনে হয় যে আমরা খুব ছোট থেকে একসঙ্গে খেলছি।’ 

বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বছর হয়েছেন ঠিকই। তবে এর আগেও শান্ত দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শান্তর অধীনে শরীফুলের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে বলে বোঝাপড়াটাও খুব দারুণ। বাংলাদেশের অধিনায়ক প্রসঙ্গে শরীফুল বলেন, ‘খুব ভালো। স্বাধীনতা দেয়। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ। সবাই তাঁকে খুব পছন্দ করে। আমরা বোলাররা বিশেষ করে যদি কিছু করতে চাই বা তাঁকে বলি, তিনি সেটা গুরুত্ব সহকারে দেখেন। সব অধিনায়কই দেখেন। শান্ত ভাইও দেখেন। শান্ত ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে খেলছি। সেক্ষেত্রে তাঁর আচরণ ভালো।’ 

সফলতা বা ব্যর্থতার সময় পরিবারই কোনো মানুষের সবচেয়ে বড় ভরসা করার জায়গা। পরিবারে থেকে অনেক সমর্থন পেয়ে থাকেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘পরিবার আমাকে অনেক সমর্থন করে। বিশেষ করে আমার স্ত্রী। খেলতে যাওয়ার আগে সব সময় কথা হয়। ইতিবাচক কথা হয়। সব মিলিয়ে ভালো লাগে আরকি। যদি দুই-একটা ওভার খারাপ হয়, তখন চিন্তা করি যে ভালো সময় আসবে। পরের ওভার ভালো করব এই চিন্তা আসে তখন।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত