Ajker Patrika

ব্যাটিং চিন্তা নিয়ে জ্যামাইকায় বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­
ব্যাটারদের ব্যর্থতায় অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ব্যাটারদের ব্যর্থতায় অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনের মনোভাব এমনই।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের এই পেসার তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এই টেস্টে। কিন্তু তাঁর সব চেষ্টা বৃথা গেছে ব্যাটারদের ব্যর্থতায়। টেস্টটা বাংলাদেশ হেরেছে ২০১ রানে। ম্যাচ শেষে পরশু হারের ব্যাখ্যায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। সত্যি বলতে, এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি।’

ব্যাটিং ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন টপ অর্ডারের ব্যাটাররা। অ্যান্টিগা টেস্টেও ডাহা ফেল ওপেনাররা। টপ অর্ডার ব্যাটারদের সমস্যা নিয়ে কাল মিরপুরে নাজমুল আবেদীন ফাহিম সাংবাদিকদের বলেছেন, ‘যখন আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যে দলের বিপক্ষেই হোক না কেন, সেখানে দেখি টপ অর্ডারের ব্যাটাররা অনেক চিন্তিত থাকে। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। কীভাবে তারা বিশেষ একটি আক্রমণের বিপক্ষে এগোবে, সে ব্যাপারে দ্বিধায় ভোগে। এত দ্বিধাদ্বন্দ্বে থেকে খেলাটা অনেক কঠিন। ঘরোয়া ক্রিকেটে একটা প্যাটার্ন ডেভেলপ (ধরন তৈরি) করা খুব দরকার।’

একটি টেস্ট ম্যাচ হেরে দলে অবশ্য পরিবর্তন আনার পক্ষে নন ফাহিম। অ্যান্টিগায় হারলেও কিছু ইতিবাচক দিক ছিল বাংলাদেশের। ২০১৮ ও ২০২২ সফরে অ্যান্টিগায় অসহায় আত্মসমর্পণ করলেও এবার অন্তত তা হয়নি। বিশেষ করে প্রতিপক্ষের ১৯ উইকেট নেওয়াটা বোলারদের বড় প্রাপ্তি। কাল অ্যান্টিগা সময় বেলা ১টায় জ্যামাইকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্ট শুরু শনিবার। ক্রিস গেইলের জ্যামাইকায় খোদ মিরাজের ৫ উইকেট নেওয়ার স্মৃতি আছে। সেই স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক চাইবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত