সৌরভ গাঙ্গুলীর করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। নতুন খবর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ও ভারতের সাবেক অধিনায়কের মেয়েসহ পরিবারের আরও চার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সৌরভের মেয়ে সানা গাঙ্গুলী ছাড়া করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের ছোট চাচা সিএবি কোষাধ্যক্ষ দেবাশীষ, চাচাত ভাই শুভ্রদ্বীপ গাঙ্গুলী ও ভাইয়ের বউ জুঁই গাঙ্গুলী। সৌরভ পরিবারের সদস্যদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত সকলেরই মৃদু উপসর্গ আছে বলে জানা গেছে।
কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। এরপর সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়। পরামর্শ নেওয়া হয়েছিল চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের কাছ থেকেও। তবে কোনো জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন সৌরভ।
এর আগে হাসপাতালে থাকা অবস্থাতেই ভারতের জয় নিয়ে টুইট করেন সৌরভ। তিনি লিখেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়া। এই ফলে একেবারেই বিস্মিত নয়। সিরিজে এই দলকে হারানো খুবই কঠিন হবে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে। নতুন বছর উপভোগ্য হোক।’
তবে বাড়িতে নতুন করে করোনার সংক্রমণ সৌরভের নতুন বছরকে আরও জটিল করে তুলল।
সৌরভ গাঙ্গুলীর করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। নতুন খবর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ও ভারতের সাবেক অধিনায়কের মেয়েসহ পরিবারের আরও চার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সৌরভের মেয়ে সানা গাঙ্গুলী ছাড়া করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের ছোট চাচা সিএবি কোষাধ্যক্ষ দেবাশীষ, চাচাত ভাই শুভ্রদ্বীপ গাঙ্গুলী ও ভাইয়ের বউ জুঁই গাঙ্গুলী। সৌরভ পরিবারের সদস্যদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত সকলেরই মৃদু উপসর্গ আছে বলে জানা গেছে।
কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। এরপর সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়। পরামর্শ নেওয়া হয়েছিল চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের কাছ থেকেও। তবে কোনো জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন সৌরভ।
এর আগে হাসপাতালে থাকা অবস্থাতেই ভারতের জয় নিয়ে টুইট করেন সৌরভ। তিনি লিখেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়া। এই ফলে একেবারেই বিস্মিত নয়। সিরিজে এই দলকে হারানো খুবই কঠিন হবে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে। নতুন বছর উপভোগ্য হোক।’
তবে বাড়িতে নতুন করে করোনার সংক্রমণ সৌরভের নতুন বছরকে আরও জটিল করে তুলল।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২৫ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪০ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে