Ajker Patrika

উইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে নেই কোহলি

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৫: ৪৮
উইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে নেই কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। দলে নেই বিরাট কোহলি। শোনা যাচ্ছিল উইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কোহলির দলে না থাকার ব্যাপারে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। দলে ফিরেছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব। এদিকে বাদ পড়েছেন উমরান মালিক। 

ভারতীয় দল: রোহিত শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়াস আয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিংহ, কে এল রাহুল, কুলদীপ যাদব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত