২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে