বিলাসবহুল বাড়িতে থাকার ইচ্ছা সবারই থাকে। খেলোয়াড়দের এ বিষয়ে আগ্রহ অন্যদের চেয়ে কিছুটা বেশিই। স্টিভেন স্মিথও এর বাইরে নন। তবে পরিবার নিয়ে বসবাসের চেয়েও তাঁর আগ্রহ বাড়ি বিক্রির ব্যবসাতে। তিনি ও তাঁর স্ত্রী দানি উইলিস রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন কয়েক বছর আগে। এবার অজি দম্পতি দুই বছর আগে কেনা এক বিলাসবহুল বাড়ি বিক্রি করেছেন ১১৫ কোটি টাকায়। বাড়িটি বিক্রি করে তাঁরা লাভ করেছেন প্রায় ৪৯ কোটি টাকা।
এ মুহূর্তে স্মিথ অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কা সফরে। অজি ক্রিকেটার দ্বিতীয় টেস্ট খেলছেন গলে। বাড়ি বিক্রির সাফল্যের সঙ্গে তিনি মাঠেও সাফল্য পেয়েছেন। সাবেক অধিনায়ক গল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৬ ইনিংস পর সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর অনুপস্থিতেই অস্ট্রেলিয়ায় অবস্থিত স্ত্রী উইলিস বৃহস্পতিবার এক আলিসান বাড়ি নিলামে তুলেছিলেন। পরে ১১৫ কোটি টাকায় বাড়িটি বিক্রি করেছেন অজি ব্যাটারের স্ত্রী। কেনা ও সংস্কারকাজের খরচ বাদ দিলে বাড়িটি বিক্রি করে দম্পতির লাভ হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। চার রিয়েল এস্টেট কোম্পানি নিলামে অংশগ্রহণ করেছিল। এই দম্পতি বাড়িটিতে ছিলেন প্রায় দুই বছর।
স্মিথ-উইলিস দম্পত্তির বাড়িটি ছিল সিডনির কিংস রোডে। তাঁরা চার বেডরুম ও তিন বাথরুমের বাড়িটি কিনেছিলেন ২০২০ সালে। বাড়িটি কিনতে এই দম্পতির খরচ হয়েছিল ৬১ কোটি টাকা। পরে ৫ কোটি ২২ লাখ টাকায় সংস্কারকাজ করে বাড়িটির চেহারা বদলে ফেলেন। ৭৬৬ বর্গমিটারের বাড়িতে ছিল আধুনিক যুগের সকল সুযোগ-সুবিধা। তাঁদের বাসাটিতে ছিল ব্রেকফাস্ট বার, হোম থিয়েটার, তাপানুকূল সুইমিং পুল, ফায়ার প্লেস, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত রিমোট পদ্ধতি, ডাবল গ্যারেজ সঙ্গে ছিল অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাও। তাঁদের বাড়িটি থেকে সিডনি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যেত। বাড়িটির স্থপতি ছিলেন ম্যাককিম ডিজাইন।
বিলাসবহুল বাড়িতে থাকার ইচ্ছা সবারই থাকে। খেলোয়াড়দের এ বিষয়ে আগ্রহ অন্যদের চেয়ে কিছুটা বেশিই। স্টিভেন স্মিথও এর বাইরে নন। তবে পরিবার নিয়ে বসবাসের চেয়েও তাঁর আগ্রহ বাড়ি বিক্রির ব্যবসাতে। তিনি ও তাঁর স্ত্রী দানি উইলিস রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন কয়েক বছর আগে। এবার অজি দম্পতি দুই বছর আগে কেনা এক বিলাসবহুল বাড়ি বিক্রি করেছেন ১১৫ কোটি টাকায়। বাড়িটি বিক্রি করে তাঁরা লাভ করেছেন প্রায় ৪৯ কোটি টাকা।
এ মুহূর্তে স্মিথ অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কা সফরে। অজি ক্রিকেটার দ্বিতীয় টেস্ট খেলছেন গলে। বাড়ি বিক্রির সাফল্যের সঙ্গে তিনি মাঠেও সাফল্য পেয়েছেন। সাবেক অধিনায়ক গল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৬ ইনিংস পর সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর অনুপস্থিতেই অস্ট্রেলিয়ায় অবস্থিত স্ত্রী উইলিস বৃহস্পতিবার এক আলিসান বাড়ি নিলামে তুলেছিলেন। পরে ১১৫ কোটি টাকায় বাড়িটি বিক্রি করেছেন অজি ব্যাটারের স্ত্রী। কেনা ও সংস্কারকাজের খরচ বাদ দিলে বাড়িটি বিক্রি করে দম্পতির লাভ হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। চার রিয়েল এস্টেট কোম্পানি নিলামে অংশগ্রহণ করেছিল। এই দম্পতি বাড়িটিতে ছিলেন প্রায় দুই বছর।
স্মিথ-উইলিস দম্পত্তির বাড়িটি ছিল সিডনির কিংস রোডে। তাঁরা চার বেডরুম ও তিন বাথরুমের বাড়িটি কিনেছিলেন ২০২০ সালে। বাড়িটি কিনতে এই দম্পতির খরচ হয়েছিল ৬১ কোটি টাকা। পরে ৫ কোটি ২২ লাখ টাকায় সংস্কারকাজ করে বাড়িটির চেহারা বদলে ফেলেন। ৭৬৬ বর্গমিটারের বাড়িতে ছিল আধুনিক যুগের সকল সুযোগ-সুবিধা। তাঁদের বাসাটিতে ছিল ব্রেকফাস্ট বার, হোম থিয়েটার, তাপানুকূল সুইমিং পুল, ফায়ার প্লেস, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত রিমোট পদ্ধতি, ডাবল গ্যারেজ সঙ্গে ছিল অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাও। তাঁদের বাড়িটি থেকে সিডনি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যেত। বাড়িটির স্থপতি ছিলেন ম্যাককিম ডিজাইন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অজিরা ধবলধোলাই এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেই অস্ট্রেলিয়া জ্বলে উঠল বারুদের মতো। ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি প্রোটিয়া
১ ঘণ্টা আগে২০ আগস্ট বাংলাদেশ নারী দলকে ৮৭ রানে হারিয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। সেই ম্যাচে ১৮২ রানের লক্ষ্য পেলেও নারী ক্রিকেট দল গুটিয়ে গিয়েছিল ১০০-এর আগেই। এক সপ্তাহ না যেতেই কিশোরদের কাছে ফের বাজেভাবে হেরেছেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা।
১ ঘণ্টা আগেভারতের হয়ে ৫ ওয়ানডে খেললেও সবশেষ এই সংস্করণে চেতেশ্বর পূজারা খেলেছিলেন ২০১৪ সালে। খেলতেন শুধু টেস্ট। সেই সংস্করণেও গত দুই বছর ধরে ছিলেন তিনি ব্রাত্য। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পূজারা।
২ ঘণ্টা আগেপিছিয়ে থেকে ম্যাচ জয়ের ‘ওস্তাদ’ মনে করা হয় রিয়াল মাদ্রিদকে। যখনই ভক্ত-সমর্থকেরা নির্দিষ্ট এক অবস্থার পর ম্যাচের ফল অবশ্যম্ভাবী ধরে নেন, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা গতকাল তেমন কিছুই করে দেখিয়েছে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক এখানে দারুণ ক্যারিশমা দেখিয়েছেন।
৩ ঘণ্টা আগে