Ajker Patrika

পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ মে ২০২৫, ১৫: ২৮
পাকিস্তানে পৌঁছেছেন তানজিম হাসান সাকিব। ছবি: ক্রিকেট পাকিস্তান
পাকিস্তানে পৌঁছেছেন তানজিম হাসান সাকিব। ছবি: ক্রিকেট পাকিস্তান

হতাশাজনক সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ এখন নামবে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজ খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের একটি বহর। পুরো বাংলাদেশ দল আগামীকাল পৌঁছাবে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর যে পাকিস্তানে পৌঁছেছে, সেটা নিয়ে আজ সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। লাহোরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতে দেখা গেছে বাংলাদেশ দলের সেই বহরে থাকা লোকদের। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। বাংলাদেশ দলের বাকিরা লাহোরে পৌঁছাবেন আগামীকাল।

পাকিস্তান সফরে অবশ্য বাংলাদেশ পাচ্ছে না গতিতারকা নাহিদ রানাকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রানা। বর্তমানে সিরিজের ছয় বাংলাদেশি ক্রিকেটার অবস্থান করছেন পাকিস্তানে। প্রথম বহরে যাওয়া চার ক্রিকেটার তো আছেনই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই দেশটিতে চলে গেছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। মিরাজ-রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। শিরোপার লড়াইয়ে আজ দলটি মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে লাহোর-কোয়েটা ম্যাচ।

লাহোর কালান্দার্স এখন এক টুকরো বাংলাদেশ। মিরাজ-রিশাদের সঙ্গে আছেন সাকিব আল হাসান। তবে সাকিব-রিশাদের পিএসএল খেলার সুযোগ হলেও মিরাজ একাদশে সুযোগ পাননি। পিএসএলে এবারই প্রথমবার খেলতে এসেছেন মিরাজ। পিএসএল ফাইনালের পর বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বুধবার। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত