Ajker Patrika

মারুফের তোপে ভারতকে ২৫১ রানে আটকে দিল বাংলাদেশ 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮: ০৯
মারুফের তোপে ভারতকে ২৫১ রানে আটকে দিল বাংলাদেশ 

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ বোলিং, ফিল্ডিংয়ে শুরু থেকেই দুর্দান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে শুরু থেকেই রানের জন্য হাঁসফাঁস করতে থাকে ভারত। আরও স্পষ্ট করে বললে মারুফ মৃধার বোলিংয়ে খাবি খেয়েছে পাঁচবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২৫১ রানেই থেমে গেল ভারত।     

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হলো বাংলাদেশের ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করতে থাকে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত। দলীয় ১৭ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে মারুফ মৃধাকে কাট করতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। ১৭ বলে ১ চারে ৭ রান করেন কুলকার্নি।

উদ্বোধনী জুটি ভাঙার পর ভারতকে আবারও ধাক্কা দেন মারুফ। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মুশির খানকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মারুফ। ভারতের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৩১ রান। ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। ওপেনার আদর্শ সিংকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন সাহারান। প্রথম ১০ ওভার শেষে ভারত করেছ ২ উইকেটে ৪৫ রান। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিং ও ফিল্ডিংয়ে সেভাবে ভারত চড়াও হয়ে খেলতে পারেনি। তবে স্ট্রাইক রোটেট করেন ভারতের দুই ব্যাটার সাহারান ও আদর্শ। দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তারা। সাহারানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩২ তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে তুলে মারতে যান আদর্শ। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন রহনত দৌল্লাহ বর্ষণ।

আদর্শ ফেরার পর ভারতের স্কোর হয়েছে ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। এরপর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন  প্রিয়াংশু মোলিয়া। মোলিয়ার সঙ্গে সাহারান জুটি বাঁধার চেষ্টা করলেও তা হতে দেননি রাব্বি। ৩৯ তম ওভারের শেষ বলে রাব্বিকে কাট করতে যান সাহারান। শর্ট থার্ড ম্যানে সহজ ক্যাচ ধরেছেন বর্ষণ। ভারতীয় অধিনায়ক ৯৪ বলে ৪ চারে ৬৪ রান করেছেন। দুই সেট ব্যাটার আদর্শ ও সাহারান ফেরার পর ভারতের স্কোর দাঁড়ায় ৩৯ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান।

শেষ ১১ ওভারে ভারত দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করতে থাকে। ডেথ ওভারের এই সময়ে মারুফ হয়ে ওঠেন আরও আক্রমণাত্মক। নিয়মিত বিরতিতে ভারতের উইকেট নেওয়া শুরু করেন। তাতে অবদান রয়েছে বাংলাদেশের ফিল্ডিংয়েরও। ৪৭ তম ওভারের চতুর্থ বলে মারুফকে স্কুপ করতে যান মোলিয়া। ঠিকমতো সংযোগ না হওয়ায় টপ এজ হয়ে যায় বল। তখন শর্ট ফাইন লেগ থেকে উল্টোদিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন আহরার আমিন।  মারুফ এরপর নিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক আরাভেল্লি আবনিশের উইকেট। আর মুরুগান অভিষেককে ফিরিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার এক ইনিংসে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ভারত করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। সর্বোচ্চ ৭৬ রান করেন দলটির ওপেনার আদর্শ। বাংলাদেশের মারুফ ৮ ওভার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত