ইমার্জিং সিরিজের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
কয়েক দিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও গত কয়েক বছরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং টিম সাজিয়েছে বিসিবি। ডিপিএলে আবাহনীর জয়ের অন্যতম দুই নায়ক রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি আছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে। মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট রাকিবুল নিয়েছেন ডিপিএলে। লিস্ট ‘এ’ সংস্করণের এই টুর্নামেন্টে ১৯ উইকেট পেয়েছেন রাব্বি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিন আক্রমণে রাব্বি-রাকিবুলের সঙ্গে থাকছেন লেগস্পিনার ওয়াসি সিদ্দিকী ও শেখ পারভেজ জীবন। কয়েক দিন আগে শেষ হওয়া ডিপিএলে ২১ ও ১৯ উইকেট নিয়েছেন জীবন ও ওয়াসি। দুজনেই খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। ওয়াসির ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। ইমার্জিং দলের সিরিজে পেস আক্রমণে মারুফ মৃধার সঙ্গে থাকছেন রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল। বাংলাদেশের ২০২৩, ২০২৪—দুটি যুব এশিয়া কাপ জয়ে মারুফের অবদান অসাধারণ।
ইমার্জিং দলের সিরিজে ব্যাটিং লাইনআপে আকবরের সঙ্গে থাকছেন জিসান আলম, আহরার আমিন, প্রীতম কুমারের মতো ক্রিকেটাররা। টপ অর্ডারে জিসানের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে দারুণ অবদান রাখতে পারে। অলরাউন্ডার আহরারের বোলিংটাও কার্যকরী হতে পারে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন প্রীতম কুমার।
১২ মে রাজশাহীতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১৪ ও ১৬ মে রাজশাহীতেই হবে। ওয়ানডে সিরিজের পর দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। ২০ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় তথা শেষ চার দিনের ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়। এই ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
কয়েক দিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও গত কয়েক বছরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং টিম সাজিয়েছে বিসিবি। ডিপিএলে আবাহনীর জয়ের অন্যতম দুই নায়ক রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি আছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে। মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট রাকিবুল নিয়েছেন ডিপিএলে। লিস্ট ‘এ’ সংস্করণের এই টুর্নামেন্টে ১৯ উইকেট পেয়েছেন রাব্বি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিন আক্রমণে রাব্বি-রাকিবুলের সঙ্গে থাকছেন লেগস্পিনার ওয়াসি সিদ্দিকী ও শেখ পারভেজ জীবন। কয়েক দিন আগে শেষ হওয়া ডিপিএলে ২১ ও ১৯ উইকেট নিয়েছেন জীবন ও ওয়াসি। দুজনেই খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। ওয়াসির ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। ইমার্জিং দলের সিরিজে পেস আক্রমণে মারুফ মৃধার সঙ্গে থাকছেন রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল। বাংলাদেশের ২০২৩, ২০২৪—দুটি যুব এশিয়া কাপ জয়ে মারুফের অবদান অসাধারণ।
ইমার্জিং দলের সিরিজে ব্যাটিং লাইনআপে আকবরের সঙ্গে থাকছেন জিসান আলম, আহরার আমিন, প্রীতম কুমারের মতো ক্রিকেটাররা। টপ অর্ডারে জিসানের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে দারুণ অবদান রাখতে পারে। অলরাউন্ডার আহরারের বোলিংটাও কার্যকরী হতে পারে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন প্রীতম কুমার।
১২ মে রাজশাহীতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১৪ ও ১৬ মে রাজশাহীতেই হবে। ওয়ানডে সিরিজের পর দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। ২০ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় তথা শেষ চার দিনের ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়। এই ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৭ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৯ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১০ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১১ ঘণ্টা আগে