Ajker Patrika

ইমার্জিং সিরিজের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ মে ২০২৫, ১৭: ৩৪
বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। ছবি: ফেসবুক
বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। ছবি: ফেসবুক

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।

কয়েক দিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও গত কয়েক বছরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং টিম সাজিয়েছে বিসিবি। ডিপিএলে আবাহনীর জয়ের অন্যতম দুই নায়ক রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি আছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে। মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট রাকিবুল নিয়েছেন ডিপিএলে। লিস্ট ‘এ’ সংস্করণের এই টুর্নামেন্টে ১৯ উইকেট পেয়েছেন রাব্বি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিন আক্রমণে রাব্বি-রাকিবুলের সঙ্গে থাকছেন লেগস্পিনার ওয়াসি সিদ্দিকী ও শেখ পারভেজ জীবন। কয়েক দিন আগে শেষ হওয়া ডিপিএলে ২১ ও ১৯ উইকেট নিয়েছেন জীবন ও ওয়াসি। দুজনেই খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। ওয়াসির ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। ইমার্জিং দলের সিরিজে পেস আক্রমণে মারুফ মৃধার সঙ্গে থাকছেন রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল। বাংলাদেশের ২০২৩, ২০২৪—দুটি যুব এশিয়া কাপ জয়ে মারুফের অবদান অসাধারণ।

ইমার্জিং দলের সিরিজে ব্যাটিং লাইনআপে আকবরের সঙ্গে থাকছেন জিসান আলম, আহরার আমিন, প্রীতম কুমারের মতো ক্রিকেটাররা। টপ অর্ডারে জিসানের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে দারুণ অবদান রাখতে পারে। অলরাউন্ডার আহরারের বোলিংটাও কার্যকরী হতে পারে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন প্রীতম কুমার।

১২ মে রাজশাহীতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১৪ ও ১৬ মে রাজশাহীতেই হবে। ওয়ানডে সিরিজের পর দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। ২০ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় তথা শেষ চার দিনের ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়। এই ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল

আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত