Ajker Patrika

আইসিসি বিশ্বকাপে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন সামোয়ার মেয়েরা

আপডেট : ২১ মে ২০২৪, ১০: ২৯
আইসিসি বিশ্বকাপে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন সামোয়ার মেয়েরা

ইতিহাস গড়ল সামোয়ার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পলিনেশীয় দ্বীপরাষ্ট্রটির তরুণীরা জায়গা করে নিয়েছেন ২০২৫ মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। 

ইন্দোনেশিয়ার বালিতে গত সোমবার শেষ হওয়া পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চার দলের বাছাইয়ে প্রথম হয়েছে সামোয়া। এবারই প্রথম কোনো আইসিসির বিশ্বমঞ্চে দেশটিকে অংশ নিতে দেখা যাবে। যেকোনো বয়সভিত্তিক দলের সামোয়ার এটি প্রথম বিশ্বকাপ। 

নিজেদের ক্রিকেটে এমন এক স্মরণীয় মুহূর্তটাকে বেশ উদ্দীপনার সঙ্গে উদ্‌যাপন করছে সামোয়া ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ড এক বার্তায় বলেছে, ‘দারুণ করেছ মেয়েরা। তোমরা সামোয়াকে গর্বিত করেছ। তোমরা তরুণ খেলোয়াড় এবং দেশের খেলাধুলার অনুপ্রেরণা। চলো ঈশ্বরের সঙ্গে উদ্‌যাপনে মাতি।’ 

পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ দিনে ফিজির বিপক্ষে ৩৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করে সামোয়ানরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই বাছাইপর্ব হয়েছিল ডাবল রাউন্ড রবিনে। সামোয়া ও ফিজি ছাড়াও অংশ নিয়েছিল স্বাগতিক ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি। 

২০২৫ অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ হবে মালেয়শিয়া ও থাইল্যান্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত