মিরপুরে টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের সকালেই যে ধুঁকছে স্বাগতিক বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের তোপে শান্তরা বড্ড কেকায়দায় পড়েছেন।
টেস্ট শুরুর প্রথম সকালেই চোখের ফলক ফেলতে না ফেলতে একের পর এক উইকেট হারাচ্ছে। একপ্রান্তে মাহমুদুল হাসান জয় আগলে রাখলেও অন্যান্য সতীর্থরা ব্যস্ত আসা-যাওয়ার মিছিলে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক থেকে শুরু করে অধিনায়ক শান্ত-লাঞ্চ বিরতির আগে সবাই ড্রেসিংরুমের পথ ধরেন। ২৬.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ মুহূর্তে স্বাগতিকেরা হারিয়েছে মেহেদী হাসান মিরাজের উইকেট।
দলীয় ৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইয়ান মুল্ডারের অনেক বাইরের বল চেজ করতে যান সাদমান ইসলাম। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টেস্টে এই নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাদমান।
উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশকে মুহূর্তেই ৩ উইকেটে ২১ রানে পরিণত করেন মুল্ডার। মুমিনুল (৪), শান্ত (৭)-দুই ব্যাটারকেই ফেরান মুল্ডার। মুমিনুলের আউটের না হয় একটা ধরন আছে। ইনসুইঙ্গার ডেলিভারি মুমিনুল ডিফেন্স করতে গেলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে তালুবন্দী হয়েছেন। তবে দলের বিপদের মুহূর্তে শান্ত নিজের উইকেটটা বিলিয়ে এসেছেন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মুল্ডারকে লেগ সাইডে ঘোরাতে যান। বটম এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন কেশব মহারাজ।
একপ্রান্তে আগলে খেলতে থাকা জয়ের সঙ্গে মুশফিকুর রহিম এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে জয়-শান্ত জুটি বেঁধে খেলেছেন ৪৯ বল। তবে যোগ করেছেন ১৯ রান। ১৪তম ওভারের পঞ্চম বলে কী করবেন বুঝতে না পারেননি মুশফিক। কাগিসো রাবাদার ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক। ২০ বলে ২ চারে মুশি করেন ১১ রান। টেস্টে এটা রাবাদার ৩০০তম উইকেট। মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক লিটন দাসকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান রাবাদা। ২০তম ওভারের প্রথম বলে গালি থেকে বাঁ দিকে উড়ে বাজপাখির মতো লুফে নেন ত্রিস্তান স্টাবস। ১৩ বল খেলে লিটন করেন ১ রান।
৪৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর স্বাভাবিক গতিতে এগোতে থাকে জয় ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে। মনে হচ্ছিল লাঞ্চের আগে নির্বিঘ্নে এই ৫ উইকেটেই কাটিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলে তো! ২৭তম ওভারের প্রথম বলে কেশব মহারাজের আর্ম বল সোজা মিরাজের পায়ে আঘাত হানে। আম্পায়ার দ্রুত আউট ঘোষণা করেন। মিরাজ রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। উল্টো রিভিউ নষ্ট করেছেন। ওপেনার জয় ৮৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন।
মিরপুরে টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এখানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের সকালেই যে ধুঁকছে স্বাগতিক বাংলাদেশ। প্রোটিয়া বোলারদের তোপে শান্তরা বড্ড কেকায়দায় পড়েছেন।
টেস্ট শুরুর প্রথম সকালেই চোখের ফলক ফেলতে না ফেলতে একের পর এক উইকেট হারাচ্ছে। একপ্রান্তে মাহমুদুল হাসান জয় আগলে রাখলেও অন্যান্য সতীর্থরা ব্যস্ত আসা-যাওয়ার মিছিলে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক থেকে শুরু করে অধিনায়ক শান্ত-লাঞ্চ বিরতির আগে সবাই ড্রেসিংরুমের পথ ধরেন। ২৬.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ মুহূর্তে স্বাগতিকেরা হারিয়েছে মেহেদী হাসান মিরাজের উইকেট।
দলীয় ৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইয়ান মুল্ডারের অনেক বাইরের বল চেজ করতে যান সাদমান ইসলাম। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টেস্টে এই নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাদমান।
উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশকে মুহূর্তেই ৩ উইকেটে ২১ রানে পরিণত করেন মুল্ডার। মুমিনুল (৪), শান্ত (৭)-দুই ব্যাটারকেই ফেরান মুল্ডার। মুমিনুলের আউটের না হয় একটা ধরন আছে। ইনসুইঙ্গার ডেলিভারি মুমিনুল ডিফেন্স করতে গেলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে তালুবন্দী হয়েছেন। তবে দলের বিপদের মুহূর্তে শান্ত নিজের উইকেটটা বিলিয়ে এসেছেন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মুল্ডারকে লেগ সাইডে ঘোরাতে যান। বটম এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন কেশব মহারাজ।
একপ্রান্তে আগলে খেলতে থাকা জয়ের সঙ্গে মুশফিকুর রহিম এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে জয়-শান্ত জুটি বেঁধে খেলেছেন ৪৯ বল। তবে যোগ করেছেন ১৯ রান। ১৪তম ওভারের পঞ্চম বলে কী করবেন বুঝতে না পারেননি মুশফিক। কাগিসো রাবাদার ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন মুশফিক। ২০ বলে ২ চারে মুশি করেন ১১ রান। টেস্টে এটা রাবাদার ৩০০তম উইকেট। মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক লিটন দাসকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান রাবাদা। ২০তম ওভারের প্রথম বলে গালি থেকে বাঁ দিকে উড়ে বাজপাখির মতো লুফে নেন ত্রিস্তান স্টাবস। ১৩ বল খেলে লিটন করেন ১ রান।
৪৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর স্বাভাবিক গতিতে এগোতে থাকে জয় ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে। মনে হচ্ছিল লাঞ্চের আগে নির্বিঘ্নে এই ৫ উইকেটেই কাটিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলে তো! ২৭তম ওভারের প্রথম বলে কেশব মহারাজের আর্ম বল সোজা মিরাজের পায়ে আঘাত হানে। আম্পায়ার দ্রুত আউট ঘোষণা করেন। মিরাজ রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। উল্টো রিভিউ নষ্ট করেছেন। ওপেনার জয় ৮৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন।
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
৬ মিনিট আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
১ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগে