Ajker Patrika

লিটনদের ব্যর্থতার দিনে লড়ছেন শুধু তাইজুল

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২: ২৮
লিটনদের ব্যর্থতার দিনে লড়ছেন শুধু তাইজুল

সিলেট টেস্টের গতকাল শেষ দিকে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে আজ দিনের শুরুটা ভালো করার লক্ষ্য নিয়েই নিশ্চয়ই নেমেছিলেন গতদিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম। 

দ্বিতীয় দিনের খেলা শুরু করতে নেমে উল্টো টেস্টে আরও চাপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের জোড়া ধাক্কা দিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমরা। নাইট ওয়াচম্যান তাইজুলকে রেখে একে একে আউট হয়েছেন জয় ও শাহাদাত হোসেন দিপু। গত দিনের ব্যক্তিগত ৯ রানের সঙ্গে আজ মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন জয়। ১২ রানে তাঁকে আউট করে শ্রীলঙ্কাকে দিনের প্রথম উইকেট এনে দিয়েছেন কুমারা। 

উইকেটে এসে দিপু শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে তাইজুলের সঙ্গে ৩০ রানের জুটি করার পরেই ড্রেসিংরুমের পথ ধরেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটার। ৩ চারে ১৮ রান করা দিপুকেও পরে ফেরান কুমারা। 

দিপুর মতো ভালো শুরুর পর ফিরেছেন লিটন দাসও। ২৫ রান করা উইকেটরক্ষক ব্যাটারও কুমারেরই শিকার। দুর্দান্ত এক ইন সুইংয়ে বোল্ড হয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়া লিটন। তাঁর আউটের মধ্য দিয়ে তাইজুলের সঙ্গে ভেঙে যায় ৪১ রানের জুটি। 

একে একে স্বীকৃত ব্যাটাররা ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়ে যাচ্ছেন তাইজুল। ৪১ রানে ব্যাটিং করে এখন ফিফটির পথে তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। ২ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার। লাঞ্চে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান। এখন প্রতিপক্ষের চেয়ে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮০ রান করেছে শ্রীলঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যাক্সওয়েল এখন মেয়েদের কোচ

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে কোচ হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে কোচ হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: ক্রিকইনফো

পেশাদার ক্রিকেটকে এখনো বিদায় বলেননি গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডেকে বিদায় বলেছেন। এবার তিনি একটি নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের কোচিং ক্যারিয়ারের কথা জানিয়েছে স্থানীয় এক গণমাধ্যম।

চোটের কারণেই মূলত ম্যাক্সওয়েল কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে। ‘দ্য অস্ট্রেলিয়ান’ নামে স্থানীয় এক সংবাদমাধ্যমে আজ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে। ২১ অক্টোবর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টারসের সহকারী কোচ হিসেবে কাজ করবেন ম্যাক্সওয়েল।

১, ৩ ও ৪ অক্টোবর বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। কব্জির চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা খেলতে পারেননি ম্যাক্সওয়েল। চোটের কারণে মাঠের বাইরে থাকা অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার কাজ করবেন অ্যান্ডি ক্রিস্টির সঙ্গে। ক্রিস্টি মেলবোর্ন স্টারস নারী দলের কোচ হিসেবে কাজ করবেন।

ম্যাক্সওয়েলের কাছ থেকে শিখতে মুখিয়ে আছেন মেলবোর্ন স্টারসের নারী ক্রিকেটাররা। দলটির উইকেটরক্ষক ব্যাটার সোফি রিড বলেছেন, ‘স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি খেলাটা ম্যাক্সওয়েল যে কারও চেয়ে ভালো বোঝেন। মাঠে তিনি আমাদের পর্যবেক্ষণ করবেন। তাঁর কাছ থেকে পরামর্শ পাব। সেটা আসলে অমূল্য। আমি তো ম্যাক্সওয়েলের মতো রিভার্স সুইপ করতে পারি না। দক্ষতার অভাবে একটু অপ্রচলিত শট খেলি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বোলিং অনুশীলন করছিলেন ম্যাক্সওয়েল। বোলিংয়ের সময় মিচেল ওয়েনের একটি শট ম্যাক্সওয়েলের হাতে লাগে। ওয়েনের জোরালো শটে ম্যাক্সওয়েলের হাতের হাড়ে চিড় ধরে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা তিনি যেমন মিস করেছেন, ভারতের বিপক্ষেও তাঁর ম্যাচ না খেলার সম্ভাবনা বেশি। ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ভারতের বিপক্ষে এই সংস্করণে তিনি খেলতে পারছেন না। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর ও ৮ নভেম্বর হবে সিরিজের পাঁচ টি-টোয়েন্টি। এই সিরিজেও না দেখা যেতে পারে ম্যাক্সওয়েলকে।

স্প্রিং চ্যালেঞ্জে প্রথম ম্যাচ মেলবোর্ন স্টারস খেলবে ২১ অক্টোবর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। এখানে বিগ ব্যাশের ৮ দলের পাশাপাশি দ্য অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নারী ক্রিকেট দলও খেলে। বিগ ব্যাশ টুর্নামেন্টের আগে মূলত এটা আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আয়োজন করতে যাচ্ছে স্প্রিং চ্যালেঞ্জ। গত বছর প্রথমবারের মতো এই স্প্রিং চ্যালেঞ্জ আয়োজিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নাঈমকে বাদ দিল বিসিবি, ফিরলেন সৌম্য

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৬: ২৫
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন নাঈম শেখ। ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের স্পনসর হলো ওয়ালটন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৬: ০৪
আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন এবং এএফএ। ছবি: বিজ্ঞপ্তি
আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন এবং এএফএ। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন ও এএফএ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করেছে এএফএ।

পোস্টে দেওয়া ছবিতে ওয়ালটনের অত্যাধুনিক সুবিশাল কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। এর আগে অফিশিয়াল ওয়েবসাইটেও অন্যান্য স্পনসরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করেছে এএফএ।

এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, এখন থেকে আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পনসর ওয়ালটন। এর ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করল ওয়ালটন। ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে মেসি-মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

বিশ্বের শতাধিক দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে কাজ করছে ওয়ালটন। ইতিমধ্যে ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথ আরও সুগম হবে। ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠ মাতাবে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। আর ঘরে ঘরে বিশ্বজুড়ে ওয়ালটন মাতাবে কোটি কোটি ক্রেতার মন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৬: ২৩
বিলাসবহুল বাংলো ভাইকে উপহার দিয়েছেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
বিলাসবহুল বাংলো ভাইকে উপহার দিয়েছেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

বয়স হয়ে গেছে ৩৬ বছর। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলছেন। ওয়ানডে কত দিন খেলবেন, সেই ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বলা হচ্ছে এখানে বিরাট কোহলির কথা। যখন তাঁকে নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা, সেই মুহূর্তে তিনি বিলাসবহুল এক বাংলো উপহার দিলেন তাঁর ভাইকে।

ডিএনএ ইন্ডিয়া, নিউজ১৮ ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, গুরুগ্রামে এক বাংলোর জেনারেল পাওয়ার অব অ্যাটোর্নি (জিপিএ) কোহলি তাঁর ভাই বিকাশ কোহলিকে দিয়েছেন। বাংলোর দাম ৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১১০ কোটি ৮১ লাখ ৫২ হাজার টাকা। সূত্রের বরাতে ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, কোহলি ও তাঁর পরিবার লন্ডনে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ভাইকে এই বাংলো দালিলিক কাগজপত্রসহ দিয়েছেন। ১৪ অক্টোবর কোহলি গুরুগ্রামের ওয়াজিরাবাদ তেহসিল অফিসে গিয়েছিলেন। ঠিক তার পরের দিন (১৫ অক্টোবর) কোহলি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ১৯, ২৩ ও ২৫ অক্টোবর পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে।

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকে এ বছর পর্যন্ত কোহলি ১৮ মৌসুম খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে গতকাল খবর প্রচারিত হয়েছে যে কোহলি আরসিবির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করছেন না। তাতেই কোহলির বেঙ্গালুরু ছাড়ার গুঞ্জন চাউর হয়ে যায়। যে ফ্র্যাঞ্চাইজিতে তিনি ১৮ বছর খেলেছেন, তাঁর অনেক স্মৃতি জমা হয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি ছাড়ার অর্থ অনেকে ধরে নিয়েছেন তাঁর আইপিএল থেকে অবসর।

অনেকেই যখন দুইয়ে দুইয়ে চার মিলিয়ে কোহলির আইপিএল থেকে অবসর মিলিয়ে ফেলেছেন, মোহাম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন,

‘বিরাট কোহলি কি আইপিএল থেকে অবসর নিচ্ছে? আরে না। কোহলি প্রতিজ্ঞা করেছে যে সে তার প্রথম ও শেষ ম্যাচ শুধু বেঙ্গালুরুর হয়ে খেলবেন। সে যেহেতু প্রতিজ্ঞা করেছে, তাহলে এই সিদ্ধান্ত থেকে সরছে না। তবে অনেকে বলছেন, সে বাণিজ্যিক চুক্তি করেনি। খেলোয়াড়দের চুক্তি, বাণিজ্যিক চুক্তি—এই দু্ই ধরনের চুক্তি রয়েছে।’

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ৮৬৬১ রান করেছেন কোহলি। ৮ সেঞ্চুরি ও ৬৩ ফিফটি রয়েছে তাঁর আইপিএল ক্যারিয়ারে। এ বছরের ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথম আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু। তাতে কোহলিরও ফুরিয়েছে ১৮ বছরের আইপিএল খরা। তবে ৪ জুন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবির শিরোপাজয়ের উদযাপনে পদদলিত হয়ে ১১ জন নিহতের ঘটনা বেশ সমালোচনার জন্ম দিয়েছে। ফলশ্রুতিতে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ সরে যায় বেঙ্গালুরু থেকে। তোপের মুখে পড়ে আরসিবি ফ্র্যাঞ্চাইজিসহ বেশ কিছু প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত