Ajker Patrika

আরাফের জন্যই ‘ছেলে দোলানো’ উদ্‌যাপন শান্তর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৫৬
আরাফের জন্যই ‘ছেলে দোলানো’ উদ্‌যাপন শান্তর 

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার প্রথম সন্তানের বাবা হয়েছেন। ছেলের মুখ দেখেই শ্রীলঙ্কাগামী বিমানে চেপেছেন। সেখানে গিয়ে তো ব্যস্ত হয়ে উঠলেন ক্রিকেট নিয়ে। 

এই ব্যস্ততার মাঝেও ভুলে যাননি ছেলের কথা। আজ আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর ছেলেকে দুই হাতে নিয়ে দোলানোর ভঙ্গিতে করলেন উদ্‌যাপন। হয়তো সেঞ্চুরিটাও উৎসর্গ করলেন সদ্য পৃথিবীতে আসা ছেলে ইজহান ইজহান মালিক আরাফকে। 

আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরি দিকেও এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ৮৯ রানে আউট হয়ে গিয়েছিলেন। সেদিন সেঞ্চুরি করলে হয়তো ‘ছেলে দোলানো’ উদ্‌যাপনটাও দেখা যেতে সেদিন। কিন্তু অনেকটা পথ এগিয়েও সেঞ্চুরি না পাওয়ায় আর সেটা হয়নি। আজ ক্যান্ডিতে আফগান বোলার মুজিব উর রহমানের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর চিরাচরিত শূন্য মুষ্টি ছুড়ে লাফিয়ে ওঠা উদ্‌যাপনে দেখা যায়নি তাঁকে। করেছেন ‘ছেলে দোলানো’ উদ্‌যাপন। 

২৯ ওয়ানডের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর। এর আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে এদিন শান্ত সেঞ্চুরি করেছেন চার নম্বরে ব্যাটিং করে। রানের তিন অঙ্ক ছুঁতে বল খেলেছেন ১০১টি। ৯টি চার আর ২টি ছক্কায় সাজানো ইনিংসটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছে। সেঞ্চুরি করছেন মেহেদী হাসান মিরাজও। দুজনে ১৯০ বল খেলে গড়েছেন ১৯৪ রানের জুটি। যা তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। 

ওয়ানডে ক্রিকেটে একই ইনিংসে বাংলাদেশের পক্ষে দুই ব্যাটারের সেঞ্চুরি পাওয়ার এটি মাত্র পঞ্চম ঘটনা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। রিভার্স সুইপ করে রানের জন্য দৌড় শুরু করেছিলেন, তবে বল সরাসরি ফিল্ডারের কাছে যাওয়ায় ক্রিজে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু ঘুরে দাঁড়াতে গিয়ে পিছলে পড়ে গেলে আর ফেরা হয়নি তাঁর। রানআউট। ১০৫ বলে ১০৪ রানের দারুণ ইনিংস থেমেছে সেখানেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...