Ajker Patrika

বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি মানছে না বিসিবি

বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি মানছে না বিসিবি

সাকিব আল হাসান মাঠের ক্রিকেট না থাকলেও আলোচনায় আছেন গত কদিন ধরেই। ‘বেটউইনার নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার বিসিবি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সাকিবের বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি তারা মানছে না। 

‘বেটউইনারের’ সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়ে আজ সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে বিষয়টি তারা সাকিবকে জানিয়েছে। জালাল বলেন, ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সেও বুঝবে। আর কেউইতো বিতর্কিত কিছুতে জড়াতে চায় না। জেনে হোক, না জেনে হোক কিংবা ভুলবশত আমরা তাকে এটা বলেছি...সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান হবে।’ 

জালাল আরও জানিয়েছে, সাকিবের সঙ্গে তারা এই ইস্যুতে একবার যোগাযোগও করছেন। বিসিবিও চাচ্ছে বিষয়টি যত দ্রুত সমাধান করা যায়, ‘এটা নিয়ে আমরা তার সঙ্গে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে যোগাযোগ হয়েছে। এই বিষয়টা আমাদের সমাধান করা দরকার। সমস্যা সমাধানের জন্য আমরা তার সঙ্গে আলাপ করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত