Ajker Patrika

দিনটা ভারতের হতে দিলেন না পোপ, তবুও শঙ্কায় ইংল্যান্ড

দিনটা ভারতের হতে দিলেন না পোপ, তবুও শঙ্কায় ইংল্যান্ড

প্রথম দুই দিন চালকের আসনে ছিল ভারত। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেও জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন মিলে যেভাবে ইংল্যান্ডকে চেপে ধরেছিলেন। সফরকারীরা মধ্যাহ্নভোজে যায় ১ উইকেট হারিয়ে ৮৯ রানে। চা বিরতিতে যাওয়ার আগে নেই আরও ৪ উইকেট। 

তৃতীয় সেশনে ইংলিশরা আরও ২ উইকেট হারিয়েছে বটে। তারপরও দিনটি ভারতের হতে দেননি ওলি পোপ। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তাঁর ধৈর্যশীল ইনিংসে রক্ষা সফরকারীদের। পোপের পঞ্চম টেস্ট সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন পার করেছে ৬ উইকেটে ৩১৬ রানে। লিড নিয়েছে ১২৬ রান। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৪৬ রান। 

আজ ৭ উইকেটে ৪২১ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। তার সঙ্গে ১৫ রান যোগ হতেই থাম স্বাগতিকদের প্রথম ইনিংস। সেঞ্চুরির স্বপ্ন পূরণ হয়নি রবীন্দ্র জাদেজার। ৮৭ রানে দিনের প্রথম উইকেট হিসেবে জো রুটের এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। আগেরদিন ৮১ রান নিয়ে দিন পার করেছিলেন জাদেজা। তাঁর সঙ্গে ৩৫ রানে দিন শুরু করা রেহান আহমেদের বলে অক্ষর প্যাটেল বোল্ড হন ফিফটি থেকে ৬ রান দূরে থাকতে। গতকাল ২ উইকেটসহ মোট ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফল বোলার রুট। 

প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালোভাবে করেছিল ইংল্যান্ড। অশ্বিনের ঘূর্ণিতে ওপেনার জ্যাক ক্রলি (৩১) বিদায় নিলেও পোপের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৭ বলে ৬৮ রানের জুটি গড়ে ‘বাজবল’ খেলার চেষ্টা করেছিলেন আরেক ওপেনার বেন ডাকেট (৩৫)। তবে এরপরই দ্বিতীয় সেশনে দ্রুত বিদায় নেন রুট (২), জনি বেয়ারস্টো (১০) ও অধিনায়ক বেন স্টোকস (৬)। এরপর বেন ফোকস (৩৪) ও রেহানকে (১৬*) নিয়ে দিন পারে দেন পোপ। আগামীকাল ২০৮ বলে ১৪৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন তিনি। 

পোপের এই ইনিংসটি ভারতে বিপক্ষে তাদের মাটিতে কোনো সফরকারী দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। ২০১২ সালে আহমেদাবাদে ১৭৬ রান করেছিলেন পোপেরই পূর্বসূরি অ্যালিস্টার কুক। আগামীকাল লিডটা যদি বাড়াতে না পারেন তবে সিরিজের প্রথম টেস্টে হারের শঙ্কায় পড়তে পারে ইংল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত