Ajker Patrika

‘পাকিস্তানি’ সাকিবই গুঁড়িয়ে দিলেন পাকিস্তানকে 

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২: ২৪
‘পাকিস্তানি’ সাকিবই গুঁড়িয়ে দিলেন পাকিস্তানকে 

দ্বিতীয় সারির এক দল নিয়েই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। তাতে আবার সবচেয়ে বড় অবদান পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটারের। পাকিস্তানকে ১৪১ রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব মাহমুদ। ১০ ওভারে ৪২ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৯ উইকেটে জেতা ম্যাচের ম্যাচসেরাও সাকিব।

ইনিংসের প্রথম বল থেকেই পাকিস্তানি ব্যাটসম্যানদের ওপর চড়াও হন সাকিব। প্রথম ওভারের প্রথম বলেই ফেরান ইমাম-উল-হককে। সাকিবের ফুল লেংথের ডেলিভারি সরাসরি পাকিস্তানি ওপেনারের প্যাডে আঘাত করে। সাকিবের এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে বাঁহাতি এই ওপেনারকে ফেরায় ইংল্যান্ড। ১ বল পরেই রানের খাতা খোলার আগেই আউট বাবর আজম। ১৪০ কিলোমিটার গতিতে গুড লেংথে অফ স্টাম্পের বাইরে ডেলিভারি ব্যাটের কোনায় লেগে বল চলে যায় সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা জ্যাক ক্রলির হাতে। দলের রানের খাতা খোলার আগেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের ইনিংসের ইতি টেনেছেন সাকিব।

শুরুর এই ধাক্কা পাকিস্তান আর সামলে উঠতে পারেনি। সাকিবের তৃতীয় শিকার সাউদ শাকিল। এলবিডব্লুর ফাঁদে ফেলান অভিষিক্ত এই ব্যাটসম্যানকে। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই সাকিবের শিকার। সাকিবের শেষ উইকেট ছিল ফাহিম আশরাফ। ফাহিমকে উইকেটের পেছনে ক্যাচ বানান ২৪ বছর বয়সী এই পেসার।

এই সাকিব মাহমুদ–ঝড়েই ১৪১ রানে অলআউট পাকিস্তান। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ২১.৫ ওভারেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচের নায়ক কাশ্মীরি মা-বাবার ঘরে জন্ম নেওয়া সাকিব মাহমুদ। তিনি জন্মেছেন ইংল্যান্ডের বার্মিংহামে। তবে তিনি বড় হয়েছেন ল্যাঙ্কাশায়ারের রোচডেলেতে।

বয়সভিত্তিক দল থেকেই সাকিবকে নার্সিং করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তাঁর শারীরিক গঠন ও দুর্দান্ত গতিতেই মুগ্ধ হয়েছিল ইসিবি। ল্যাঙ্কাশায়ারের বয়সভিত্তিক দল থেকে অনূর্ধ্ব–১৯। এরপর জাতীয় দলে অভিষেক। ২০২০–এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও নিজের পঞ্চম ম্যাচেই সব আলো কেড়ে নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত